EXCEL এর সুত্র ব্যবহারের পূর্বে আমরা যারা এক্সসেল সমন্ধে কিছু জানি না, একবার জেনে নেবো কিভাবে এক্সসেলে সুত্র প্রয়োগ করা হয়। তার জন্য -প্রথমে Excel ওপেন করতে হবে, এরপর যে CELL ( Sheet-র এক একটি ঘরকে Cell বলে ) এ উত্তর পেতে চান, সে Cell টিকে সিলেক্ট করে নিন, এবং এরপর = ( সমান চিহ্ন ) টাইপ করার পর নিম্ন ফর্মুলা গুলি ব্যবহার করুন।

এক্সেল সুত্র
SUM ( যোগফল )
SUM দ্বারা Cell -র মধ্যে থাকা সংখ্যার যোগফল নির্ণয় করা হয়।
Syntax:
=sum(1,2,5,6)
=২+৫+৯+৭
sum(A1,A2,A3,A4)
sum(A1,A2,A3,A4)
sum(A1:A4)

প্রয়োগ করার নিয়ম- Excel ওপেন করে ‘=’ চিহ্নটি টাইপ করুণ এরপর sum(1,2,5,6) টাইপ করার পর এন্টার চাপুন। তৎক্ষণাৎ আপনি তার উত্তর পাবেন। এভাবে ২,৩,৪… নং সুত্র গুলিও প্রয়োগ করে যোগফল করতে পারেন। এছাড়াও Autosum করেও যোগফল বের করতে পারেন। A1,A2,A3,A4 এগুলি হল Cell অ্যাড্রেস নেম। A1 এর মধ্যে যে সংখ্যাগুলি থাকে সেগুলিকে ধারন করবে। বিস্তারিত পরের পর্বে পাবেন।
PRODUCT( গুণফল )
Product দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গুন নির্ণয় করা যায়।
Syntax:
=5*6*7*6
=product(5,6,7,1)
=product(A1,A2,A3,A4)
=product(A1:A4)
Average( গড়)
Average দ্বারা Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির গড় নির্ণয় করা যায়।
Syntax:
=Average(5,6.8)
=Average(A1,A2,A3,A4)

=Average(A1:A4)
MAX (সর্বাধিক)
Maximum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বাধিক (সবচেয়ে বড়) সংখ্যা নির্ণয় করা যায়।
Syntax:
=Max(5,6.8)
=Max(A1,A2,A3,A4)
=Max(A1:A4)
MIN (সর্বনিম্ন)
Minimum দ্বারা কোন Cell এর মধ্যে থাকা সংখ্যা গুলির মধ্যে সর্বনিম্ন (সবচেয়ে ছোট) সংখ্যা নির্ণয় করা যায়।
Syntax:
=Min(5,6.8)
=Min(A1,A2,A3,A4)
=Min(A1:A4)
ROUND (আসন্ন মান)
ROUND আসন্ন মান অর্থাৎ মোটামুটি কাছি অংক দিয়ে প্রকাশ করা হয়। যেমন – ২.৫৬৮৫ সংখ্যাটিকে দুই দশমিক আসন্ন মান লিখতে বলা হলে ২.৫৭ লেখা হয়।

=round(2.15,1)
2.15 কে মোটামুটি এক দশমিক স্থানে প্রকাশ করলে 2.2 হয়।
COUNT (গণনা )
একটি rang -এর সাংখিক মান গণনা করা হয়।
=Count(5,6.8)
=Count(A1,A2,A3,A4)
=Count(A1:A4)
১ নং সিনট্যাক্স টির উত্তর হবে ৩। কেননা ওখানে তিনটি অংক রয়েছে।
IF (শর্ত সাপেক্ষ)
IF ফর্মুলা দিয়ে শর্ত আরোপ সহ গণনা করা যায়। সাধারন অর্থে – কোন বিদ্যালয়ের ছাত্র-ছত্রীদের পাস-ফেল বের করা।
Syntax

=IF(A10>=100,A3*2,A2*2)

বর্ণনা-
এখানে A10 যদি 100 -র সমান বা বেশি হয় সেক্ষেত্রে A3*2 এই সংকেত ব্যবহৃত হবে।
কিন্তু A10 যদি 100 থেকে কম হয় সেক্ষেত্রে A2*2 সংকেত ব্যবহৃত হবে।
SQRT (বর্গমূল)
কোন সংখ্যার বর্গমূল বের করতে SQRT(Square root) ফর্মুলা ব্যবহার করা হয়।
Syntax:
=sqrt(81)
[ 81 এর পরিবর্তে নিজের পছন্দ মতো সংখ্যা বসানো যেতে পারে ]
POWER(ঘাত)
কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়।
Syntax-
=POWER(5,2)
এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25.

সম্পূর্ণ বিনামূল্যে-
আপনি চাইলে EXCEL এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

পরবর্তী পোষ্ট এ এক্সেল শেখার ধারাবাহিক পর্ব, টিপস নিয়ে লেখার চেষ্টা করবো। আপনার কোন ধরনের লেখা বেশি ভালো লাগে প্লিস জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।

2 thoughts on "Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড"

  1. stshipon166 Contributor says:
    Link koi vai?

Leave a Reply