Be a Trainer! Share your knowledge.
Home » C programming » কম্পিউটারের র‍্যাম চেক করুন।।

কম্পিউটারের র‍্যাম চেক করুন।।

র‍্যামের সমস্যার কারনে অনেক সময় পিসিতে প্রোগ্রাম রান করার সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ডাটা হাড়িয়ে যাওয়া, প্রোগ্রাম হঠাৎ করে অফ হয়ে যাওয়া ইত্যাদি। তাছাড়া পিসিতে অনেক সময় এমন সমস্যা দেখা দেয় যখন বের করতে হয় কোন কারনে সমস্যা হচ্ছে, সফটওয়্যার নাকি হার্ডওয়্যার। তাই র‍্যাম টেস্ট করার প্রয়োজন হয় অনেক সময়। আর এজন্য কোন কোন টুলই আর ইন্সটল করতে হবে না। উইন্ডোজের ডিফল্ট Windows Memory Diagnostic Tool দিয়েই এ কাজটি করতে পারবেন।

র‍্যাম টেস্ট করার পদ্ধতি:

প্রথমেই রান এ যান। স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন Run অথবা Windows Key + R প্রেস করুন। তাহলে রান উইন্ডো ওপেন হবে।
রান এ কমান্ড দিন mdsched.exe তারপর ওকে বাটনে প্রেস করুন বা এন্টার প্রেস করুন।
তাহলে একটি উইন্ডো ওপেন হবে সেখানে দুটো অপশন থাকবে। সেখান থেকে যেকোন একটি অপশন চয়েজ করবেন।
Restart now and check for problems (recommended) এই অপশনে ক্লিক করলে আপনার পিসি সাথে সাথে রিস্টার্ট হয়ে সাথে সাথে মেমোরি স্ক্যান করা শুরু করে দিবে। তবে এটাতে ক্লিক করার আগে কোন ফাইল ওপেন থাকলে তা সেভ করে রেখে নিবেন এবং অন্যান্য ওপেন করা প্রোগ্রাম গুলো ক্লোজ করে নিবেন।
Check for problems the next time I start my computer এই অপশনে ক্লিক করলে আপনি পিসি অফ করার পর যখন স্টার্ট করবেন তখনই স্ক্যান হবে।
ব্যাস আপনার মেমোরি স্ক্যান হওয়া শুরু হবে(৩ নং অপশনের উপর নির্ভর করে)। কোন এরর থাকলে তা শো করবে।

একবার চেক করেই দেখুন, আপনার র‍্যামটি সুস্থ্য আছে তো?

সার্চ স্ট্রীং:

র‍্যাম টেস্ট, ram test, ram diagnostic, windows ram diagnostic, ram check, র‍্যাম চেক, উইন্ডোজ র‍্যাম ডায়াগনস্টিক

প্রথম প্রকাশিত:ourtechbd.com

নতুন নতুন পোস্ট পেতে এবং টিউনার হতে পারেন আমাদের সাইটে ourtechbd.com

7 years ago (May 26, 2017)

About Author (107)

Md. Saiful Alam
contributor

Trickbd Official Telegram

6 responses to “কম্পিউটারের র‍্যাম চেক করুন।।”

  1. Imranpabna Contributor says:

    ব্রো আমার পিসিতে শর্টকাট ফোল্ডার অটোমেটিক চলে আছে ডিলিট করলে আবার আছে উইন্ডোজ দিয়েও কাজ হয়নি… সমাধান থাকলে বলেন এটা নিয়ে কেও যদি পোস্ট করে উপকার হয়…plzzzzz

  2. azizulhaque Contributor says:

    Write a post and free earn money.
    কিছু Author দরকার dependbd.com

  3. Trick4public.wapka.mobi Contributor says:

    Imram 2mr hard disk ar sob drive format kora lagby then abar windows setup deba

Leave a Reply

Switch To Desktop Version