কেমন আছো তোমরা?? বুজতে পারতেছি খুব টেনশান এ আছো পরীক্ষা নিয়ে । কোনো টেনশান করিওনা

আমাদের দেয়া সাজেশান এবং বোর্ড বইটা এখন ভালো করে পড়ো আশা করি রেসাল্ট অনেক ভালো হবে

শুরু করো আজকের মডেল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন (মান : ৬০)
সময় : ২ ঘণ্টা ২০ মিনিট
[উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট
প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতি বিভাগ
থেকে কমপক্ষে একটি করে মোট
ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই
প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির
মিশ্রণ দূষণীয়]

ক বিভাগ—গদ্য

১। নদী কোল ঘেঁষা বটতলায় হাজার
হাজার মানুষ জমেছে। ছোট ছোট
ছেলেমেয়েরা যেমন এটা-ওটা খেলনা
কিনছে, তেমনি তাদের বাবারাও কাঠের
আসবাব, মসলাপাতি কিংবা তৈজসপত্র
কিনছেন।
আর একটু দূরে শোনা যাচ্ছে
নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। এ দিনটির
জন্য আশপাশের গাঁয়ের মানুষেরা প্রায়
বছরজুড়ে অপেক্ষায় থাকে।
(ক) ‘ছায়ানট’ কী? ১
(খ) বাংলা সালের ইতিহাস সম্পর্কে
ঐতিহাসিক ও পণ্ডিতদের ধারণা কী?
ব্যাখ্যা
করো। ২
(গ) উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’
রচনায় উল্লিখিত কোন সর্বজনীন
উৎসবের পরিচয় রয়েছে? ব্যাখ্যা করো।

(ঘ) ‘উল্লিখিত উৎসব ব্যতীত
বাঙালির আরো উৎসবের পরিচয় পঠিত রচনায়
রয়েছে’—বক্তব্যের তাৎপর্য বিচার
করো। ৪

২। পরীক্ষা শেষে জাওয়াদ তার মা-বাবার
সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছে।
সে শুনেছে—সমুদ্রসৈকতে দূরদূরান্ত
থেকে অনেক লোকজন বেড়াতে
আসে নয়রাভিরাম সৌন্দর্য উপভোগ করতে,
বিশেষ করে সূর্যাস্তের মনোরম দৃশ্য
উপভোগ করার জন্য সেখানে অনেক
মানুষের ভিড় হয়। আজ বাস্তবে সৈকতে
এসে সে দেখতে পেল রাবার বাগান, ডুলা
হাজারা সাফারি পার্ক, বৌদ্ধমন্দির,
রাখাইনদের
বার্মিজ মার্কেট, বাজার-ঘাটায় প্রচুর গলদা
চিংড়ি।
(ক) আরাকান রাজ্যের প্রাচীন
ধ্বংসপ্রাপ্ত রাজধানীর নাম কী? ১
(খ) পাইক্যা কী? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে জাওয়াদদের
ভ্রমণ কাহিনীর সঙ্গে ‘মংডুর পথে’ ভ্রমণ
কাহিনীর যে দিক প্রকাশ পেয়েছে—তা
তোমার নিজের ভাষায় লেখো।

(ঘ) ‘মংডুর পথে’ প্রবন্ধে
লেখকের অনুভূতির সঙ্গে উদ্দীপকের
অনুভূতি এক নয়—প্রবন্ধের আলোকে
বিশ্লেষণ করো। ৪

৩। ব্যাটারিচালিত গাড়িচালক এমদাদ তার
গাড়িতে
টাকা ভর্তি একটা মানিব্যাগ পেল। প্রথমে
সে
ভাবল, এই টাকা সে চুপচাপ রেখে দেবে।
কিন্তু পরক্ষণেই তার মনে হলো— কাজটা
অন্যায়, অনুচিত। তাই সে পত্রিকায়
বিজ্ঞপ্তি
দিল যাতে প্রকৃত মালিক তার টাকাটা ফেরত
পায়।
(ক) ‘কাপালি শব্দের অর্থ
কী ? ১
(খ) ‘ওর মতো কত লোক
আসবে? —বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে
লেখো। ২
(গ) উদ্দীপকের এমদাদের
সিদ্ধান্ত ‘পড়ে পাওয়া’ গল্পের যে দিকটির
সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
(ঘ) ‘উদ্দীপকে এমদাদের
মনোভাব ও ‘পড়ে পাওয়া’ গল্পের
বালকদের অনুভূতি একই সূত্রে গাঁথা।”—
উক্তিটির যথার্থতা বিচার করো।

খ বিভাগ—কবিতা

৪। ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যান অত্যন্ত
সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তি। তিনি তাঁর এলাকার
সবাইকে সমান চোখে দেখেন। এমনকি
তাঁর বাড়ির চাকর চান মিয়ার কিছু জমি তাঁর
জমির
পাশে থাকলেও তিনি তা কিনে নিতে চান
না;
বরং ওর জমির দিকে অন্য কেউ যাতে
লোভের হাত বাড়াতে না পারে, সেদিকে
তিনি খেয়াল রাখেন।
(ক) কোন গ্রন্থের জন্য
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ
করেন? ১
(খ) ‘তুমি মহারাজ, সাধু হলে আজ,
আমি আজ চোর বটে।’ —উপেনের এ
কথা বলার কারণ ব্যাখ্যা করো।

(গ) চেয়ারম্যানের সঙ্গে ‘দুই বিঘা
জমি’ কবিতার জমিদারের চারিত্রিক
বৈসাদৃশ্য
কী? ব্যাখ্যা করো। ৩
(ঘ) ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার যদি
উদ্দীপকের চেয়ারম্যানের মতো
হতেন, তবে উপেনের পরিণতি এমন
হতো না’—বিশ্লেষণ করো।

৫। মনে কর যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে।
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।
(ক) বুদ্ধদেব বসু কোন জেলায়
জন্মগ্রহণ করেন?

(খ) ছোট পাখিকে আকাশের
মুখের তিল বলা হয়েছে কেন? ২
(গ) উদ্দীপকের কিশোরটির
সঙ্গে ‘নদীর স্বপ্ন’ কবিতার বালকটির যে
সাদৃশ্য আছে, তা তুলে ধরো। ৩
(ঘ) “উদ্দীপকটি ‘নদীর স্বপ্ন’
কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”—উক্তিটির
যথার্থতা নির্ণয় করো। ৪

৬। নওরিনদের বাসার পেছনে
চৌধুরীদের বিশাল বাগান। সেই বাগানে
ফলের গাছসহ নাম না জানা অনেক বৃক্ষরাজি
রয়েছে। প্রতিদিন বাগানের পাখির
কলকাকলিতে তার ঘুম ভাঙে। একদিন সকালে
উঠে সে দেখল চৌধুরী সাহেব বহুতল
বাসভবন তৈরির পরিকল্পনায় রাতারাতি
বাগানের সব
গাছ কেটে ফেলেছেন। এই দৃশ্য
দেখে নওরিনের মন খুবই বিষণ্ন হয়ে
গেল। পাখিরা আর এখানে ডাকবে না।
এভাবেই হয়তো পৃথিবীর এ সবুজ অরণ্য
শেষ হয়ে যাবে।
(ক) কবি সুফিয়া কামালের
স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী? ১
(খ) মাটি অরণ্যের পানে চায়
কেন?

(গ) উদ্দীপকটির সঙ্গে ‘জাগো
তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য তুলে
ধরো। ৩
(ঘ) “নওরিনের বিষণ্নতার কারণ আর
‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির
বিষণ্নতা যেন একই সূত্রে গাঁথা”—বিশ্লেষণ
করো। ৪

গ বিভাগ—আনন্দপাঠ

৭। কায়েস ও মামুন দুই ভাই হলেও
দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন। কায়েস
সাধ্যমতো অন্যের উপকার করে, বিপদে
পাশে দাঁড়ায়। অন্যদিকে মামুন কী করে
ধনী হবে, সে দিকই তার খেয়াল। তাই
তো মানুষকে বিপদে ফেলে অর্থ
আদায়ে সে দ্বিধা করে না। গ্রামের সবাই
কায়েসকে পছন্দ করে আর মামুনকে ঘৃণা
করে।
(ক) অ্যান্টনিও কোন দেশের
সওদাগর ছিলেন? ১
(খ) বসানিওকে ভাগ্যবান বলা
হয়েছে কেন? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকের মামুনের
সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের
যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা
করো। ৩
(ঘ) “উদ্দীপকটি ‘মার্চেন্ট অব
ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র”—উক্তিটি
মূল্যায়ন করো। ৪

৮। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসহায়
বাঙালি নিজ দেশ ছেড়ে অন্য দেশে
আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। স্বাধীনতার
পর কেউ কেউ দেশে ফিরে আসে।
কিন্তু মতিন মিয়া আর ফিরেনি। ৩০ বছর পর
দেশের জন্য নাড়ির টান অনুভব করলে
সে দেশে ফিরে আসে। দীর্ঘদিন পর
আপনজনদের সান্নিধ্যে তাকে অতীত
জীবনে ফিরিয়ে নেয়।
(ক) রিপ ভ্যান উইংকলের একমাত্র
পোষা প্রাণীটির নাম কী?

(খ) রিপ অদ্ভুত লোকটির বোঝা
ভাগাভাগি করে নিয়েছিল কেন? ২

(গ) উদ্দীপকের ঘটনাটির ‘রিপ
ভ্যান উইংকল’ গল্পের সাথে কতটা সাদৃশ্য
রয়েছে? ব্যাখ্যা করো।

(ঘ) উদ্দীপকের মতিন মিয়া এবং
গল্পের রিপভ্যান দুজনেরই পরিণতি এক
কিন্তু প্রেক্ষাপট ভিন্ন—মন্তব্যটি বিশ্লেষণ
করো। ৪

৯। সত্যদ্বীপের রাজার কোনো
পুত্রসন্তান নেই বলে রাজার মনে ভারি দুঃখ।
সেই দুঃখে তিনি দেশান্তরী হলেন।
দেশান্তরী রাজা বনে ঘুরতে ঘুরতে এক
ঋষির ধ্যান ভঙ্গের কারণ হন। রাগান্বিত ঋষি
রাজার দুঃখের কথা শুনে পুত্রসন্তান লাভের
বর দেন। তবে ঋষি এই বলে অভিশাপও
দেন যে, রাজা যদি তার পুত্রের ১২ দিন
বয়সে ১২ বছরের কন্যার সঙ্গে বিয়ে না
দেন তাহলে তার পুত্র মারা যাবে।
(ক) তারকা রাক্ষসীর পুত্রের নাম
কী? ১
(খ) অশ্বমেধ যজ্ঞ কী?
বুঝিয়ে লেখো। ২
(গ) উদ্দীপকের রাজার
সঙ্গে রাজা দশরথের সাদৃশ্য কোন দিক
থেকে? ব্যাখ্যা করো।

(ঘ) “উদ্দীপকের রাজার সাথে
‘রাজা দশরথের সাদৃশ্য থাকলেও ‘রামায়ণ-
কাহিনী’ গল্পের বিষয়বস্তু ভিন্ন খাতে
প্রবাহিত”—মন্তব্যটি বিশ্লেষণ করো।

বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৪০)
সময় : ৪০ মিনিট
[বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি প্রশ্নের মান ১।
সব প্রশ্নের উত্তর দিতে হবে।]

১। ‘অতিথির স্মৃতি’ গল্পে সবচেয়ে
ভোরে কোন পাখি ওঠে?
(ক) টুনটুনি (খ) দোয়েল
(গ) শ্যামা (ঘ) বুলবুলি
২। কোন সম্পদ শুধু বাংলার একার?
(ক) ধান (খ) পাট
(গ) কয়লা (ঘ) মাছ

৩। ‘দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম’—
উক্তিটিতে বালকদের চারিত্র্যের যে
দিকটি
প্রকাশ পায়—
(i) বিবেচনা বোধ
(ii) নৈতিকতা বোধ
(iii) ঐক্য চেতনা
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৪। বনের লোকটিকে ‘সুখী মানুষ’
বলা হয়েছে কেন?
(ক) সে বনে বাস করে বলে
(খ) তার জামা নেই বলে
(গ) সে দিন আনে, দিন খায় বলে
(ঘ) কিছু না থাকলেও তার হৃদয় তুষ্ট
বলে।

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫
ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
গণ-অভ্যুত্থানে সাফল্যের
মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জেল থেকে বেরিয়ে আসেন।
আয়োজন করা হয় এক সংবর্ধনা
অনুষ্ঠানের। সেখানে লাখ লাখ মানুষের
সমাগম ঘটে।

৫। উদ্দীপকে যে আনন্দের কথা
বলা হয়েছে, সেটি কবে সংঘটিত?
(ক) ১৯৫২ সালে (খ) ১৯৬৬ সালে
(গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৯০
সালে

৬। উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি
কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
(ক) বঙ্গবন্ধুর স্বদেশ
প্রত্যাবর্তন
(খ) বায়ান্নর ভাষা আন্দোলন
(গ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
(ঘ) ’৬৬ সালের ছয় দফা
আন্দোলন

৭। ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’—
উদ্ধৃতাংশের সাথে নিচের কোন চরণের
মিল আছে?
(ক) যে কাজ সবাইকে আনন্দ
দেয় খুশি করে তাই সুন্দর
(খ) আনন্দ প্রকাশ
জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ
(গ) সুন্দরের মধ্যে মিলেমিশে
একটা বন্ধন সৃষ্টি করে
(ঘ) ওপরের কোনোটির
সঙ্গেই মিল নেই

৮। সব দেশের লোক বিদেশিদের
চিনতে পারে—
(i) পোশাক-পরিচ্ছদ দেখে
(ii) চাল-চলন দেখে
(iii) খাবারদাবার দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৯। ‘হিংসা-দ্বেষ রহিবে না
কেহ কারে করিবে না ঘৃণা
পরস্পর বাঁধি দিব প্রীতির বন্ধনে।’
নিচের কোন রচনায়
উদ্দীপকের মূল সুরের প্রতিফলন
ঘটেছে?
(ক) অতিথির স্মৃতি (খ)
মংডুর পথে
(গ) সুখী মানুষ
(ঘ) বাংলা নববর্ষ

১০। উক্ত রচনায় উপস্থাপিত হয়েছে—
(ক) ইতর প্রাণীর প্রতি মানুষের
মমত্ববোধ
(খ) বাঙালির স্বাধীনতা লাভের
আকাঙ্ক্ষা
(গ) জাতীয় সংস্কৃতির গুরুত্ব
অনুধাবন
(ঘ) ভিন দেশ সম্পর্কে সবার
মনে আগ্রহ ও
ভালোবাসা।

১১। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম
স্তরটির নাম কী?
(ক) সংস্কৃত
(খ) প্রাকৃত
(গ) মধ্যভারতীয় আর্যভাষা
(ঘ) বৈদিক সংস্কৃত

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও
১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
সন্ধ্যা রাতে অন্ধকারে কুয়ার
পাড়ে গিয়ে কুয়ার বালতির দড়িতে পা
পড়ায়
চিৎকার করে ওঠে পারিশা। বড় খালাতো
ভাই
জাওয়াদ দৌড়ে এসে পায়ের নিচ থেকে
টেনে বের করা দড়ি দেখিয়ে বলে—সাপ
কই, এ তো কুয়ার বালতির দড়ি।

১২। উদ্দীপকের পারিশা ‘তৈলচিত্রের
ভূত’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব
করে?
(ক) নগেন
(খ) পরেশ
(গ) পরাশর ডাক্তার
(ঘ) মামা

১৩। উক্ত প্রতিনিধিত্বের কারণ—
(i) অন্ধ বিশ্বাস
(ii) বিচার-বুদ্ধিহীনতা
(iii) অন্তঃসারশূন্যতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও
১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
‘তিতুমীর, সূর্যসেন, নেতাজি
সন্তান এই বাংলাদেশের, বাংলার কথা
বলতে
গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে
কণ্ঠস্বর।’

১৪। উদ্দীপকে প্রতিফলিত দিকটি
কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ
(ক) বাঙালির বাংলা
(খ) এবারের সংগ্রাম স্বাধীনতার
সংগ্রাম
(গ) বঙ্গভূমির প্রতি
(ঘ) একুশের গান

১৫। উল্লিখিত ভাবটির সাদৃশ্যপূর্ণ চরণ
হলো—
(ক) সাত কোটি মানুষকে দাবায়ে
রাখতে পারবা না
(খ) আমি কি ভুলিতে পারি
(গ) এই পবিত্র বাংলাদেশ বাঙালির
(ঘ) মনের মন্দিরে সদা সেবে
সর্বজন।

১৬। ব্রাহ্মণ চণ্ডাল, চামার মুচি
এক জলে হয়ে সবার শুচি
—উদ্ধৃতাংশে ‘মানবধর্ম’ কবিতায়
কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে?
(ক) সাম্যবাদ
(খ) সাম্প্রদায়িকতা
(গ) আভিজাত্য
(ঘ) ধর্মানুভূতি

১৭। ‘মূলে এক জল’ চরণে লালন শাহ
‘জল’ বলতে বুঝিয়েছেন—
(ক) ধর্ম (খ) বংশ
(গ) জাত (ঘ) পবিত্রতা

১৮। ‘রেখো, মা, দাসের মনে’—এখানে
‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) চাকরকে (খ)
নিজেকে
(গ) সেবককে (ঘ) জন্মভূমিকে

১৯। ‘সে মাটি সোনার বাড়া’ চরণটিতে
প্রকাশ পেয়েছে—

(ক) দীনহীন অবস্থা
(খ) মাটি সোনার মতো
(গ) মাটির মূল্য সোনার মতো
(ঘ) দেশ মাতৃকা তথা জন্মভূমির
প্রেম

২০। ‘পাছে লোকে কিছু বলে’ কাবিতাটি
পাঠকের মনে কোন ধরনের
অনুপ্রেরণা সৃষ্টি করবে?
(ক) ভয়হীনতা
(খ) পরোপকারিতা
(গ) সংকোচহীনতা
(ঘ) সাহসিকতা

২১। ‘নারী’ কবিতায় কবি কিসের ডঙ্কা
বেজে ওঠার কথা বলেছেন?
(ক) নারী জাতির বিজয়
(খ) নারী-পুরুষের সমতার
(গ) পুরুষ শাসন অবসানের
(ঘ) নারীর কর্তৃত্ব প্রতিষ্ঠার

২২। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির
স্বদেশ প্রেমের চূড়ান্ত বহিঃপ্রকাশ
ঘটেছে কোন চরণে?
(ক) হয়তো বা হাঁস হবো
কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়
(খ) কুয়াশার বুকে ভেসে একদিন
আসিব এ কাঁঠাল—ছায়ায়
(গ) আবার আসিব আমি বাংলার নদী-
মাঠ-ক্ষেত ভালোবেসে
(ঘ) হয়তো দেখবে এক সুদর্শন
উড়িতেছে সন্ধ্যার বাতাসে।

২৩। ‘কোথায় এমন হরিেক্ষত্র আকাশ
তলে মেশে’—এ পঙিক্তর সঙ্গে নিচের
কোন চরণের মিল আছে?
(ক) সবুজ হাওয়ায় দুলছে ও কার
এলো মাথার কেশ
(খ) ক্ষেতের পরে ক্ষেত
চলেছে ক্ষেতের নাহি শেষ
(গ) নিবিড় ছায়ায় আঁধার করা পাতার
পারাবার
(ঘ) ফুলের-ফলের সুবাস ভরা এ
কোন পরির দে

২৪। কানাই মাঝিকে সবশেষে কোন
রঙের পাল তোলার কথা বলেছিল?
(ক) লাল (খ) সাদা
(গ) নীল (ঘ) হলুদ

২৫। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি
পড়ে শিক্ষার্থীদের মধ্যে কী
ধরনের সচেতনতা তৈরি হবে?
(ক) প্রকৃতির ঐশ্বর্য রক্ষায়
সচেতনতা
(খ) প্রকৃতিকে উপভোগ করার
সচেতনতা
(গ) প্রকৃতির পরিণতির বিষয়ে
সচেতনতা
(ঘ) প্রকৃতি সম্পর্কে
জ্ঞানার্জনের সচেতনতা

২৬। শীতে এক টুকরো কাপড় কী
ঢেকে রাখে?
(ক) শরীর (খ) কান
(গ) মাথা (ঘ) পা

২৭। ‘একুশের গান’ কবিতায় ‘আমি কি
ভুলিতে পারি’ চরণটি কয়বার ব্যবহৃত হয়েছে?
(ক) দুইবার (খ) তিনবার
(গ) চারবার (ঘ) একবার

২৮। ‘একুশের গান’ কবিতাটির উদ্দেশ্য
হলো—শিক্ষার্থীকে
(i) অধিকার সচেতন করা
(ii) দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
(iii) আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৯। রাস্তার ধারের উলঙ্গ ছেলেটা মূলত
কিসের প্রতীক?
(ক) ছোট শিশুর প্রতীক
(খ) অবহেলিত, বঞ্চিত শিশুর
প্রতীক
(গ) অপ্রাপ্ত বয়স্ক কিশোরের
প্রতীক
(ঘ) লজ্জা-শরমহীন মানুষের
প্রতীক

৩০। সাম্যবাদী কবি নজরুল ‘নর-নারী’
উভয়কে কী হিসেবে দেখেছেন?
(ক) পরিপূরক
(খ) সহযোগী
(গ) মানুষ
(ঘ) বন্ধু

৩১। ‘কিশোর কাজি’ গল্পের কিশোর
কাজির কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে—
(ক) কর্মদক্ষতা
(খ) বিচক্ষণতা
(গ) অভিজ্ঞতা
(ঘ) দায়িত্বশীলতা

৩২। রাজকুমার দরিদ্র টমের পোশাক
পরেছিল কেন?
(ক) কৌতূহল মেটাতে
(খ) সৌজন্য প্রকাশে
(গ) বন্ধুত্ব দেখাতে
(ঘ) দরদ বোঝাতে

৩৩। ‘ভাবখানা এই! দেখাই যাক না কী হয়।’—
এখানে কার ভাবের কথা বলা হয়েছে?
(ক) দুষ্ট দলের ক্যাপটেন
(খ) ফ্রাইডের
(গ) জাহাজের মোট
(ঘ) রবিনসনের

৩৪। রোস্তম যুদ্ধনীতি ভঙ্গ করে
কেন?
(ক) সোহরাবকে হত্যা করার জন্য
(খ) বালকের কাছে পরাজয়ের
গ্লানি বহন করতে
চায়নি বলে
(গ) নিজেকে বীর হিসেবে
সোহরাবের কাছে
উপস্থাপিত করার জন্য
(ঘ) জয়ের নেশায় উন্মত্ত হয়ে
উঠেছিলেন বলে।

৩৫। ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প থেকে
যে বিষয়টি অর্জন করতে পারি—
(i) হিংসার পরাজয়
(ii) মানবিকতার জয়
(iii) রক্ষণশীলতার পরাজয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩৬। ‘রিপভ্যান উইংকল’ গল্পে উন্মুক্ত খাদে
রিপের দেখা লোকগুলো অদ্ভুত ছিল—
(i) তাদের শারীরিক গড়নের
কারণে
(i) তাদের পোশাক-পরিচ্ছদের
কারণে
(iii) তাদের খাদ্যাভ্যাসের কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i, i ও iii

৩৭। ‘রামায়ণ-কাহিনী’ পাঠের উদ্দেশ্য
হলো—
(ক) প্রাচীন লোক-কথা জানা
(খ) ধর্মীয় ভাবের সৃষ্টি করা
(গ) প্রচলিত বিষয় সম্পর্কে ধারণা
লাভ
(ঘ) প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য জানা

৩৮। ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের মূল রচয়িতা
কে ?
(ক) লেব তলস্তয়
(খ) উইলিয়াম শেকসপিয়ার
(গ) ড্যানিয়েল ডিফো
(ঘ) ওয়াশিংটন আরভিং

নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও
৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও
ক্ষুদ্র কিন্তু সফল ব্যবসায়ী মামুন
নিজ গ্রাম থেকে তার পৈতৃক ব্যবসা গুটিয়ে
জমিজমা বিক্রি করে খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী
হওয়ার আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়।
কিন্তু
দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে না
ফেরার দেশে চলে যায়।

৩৯। উদ্দীপকের ব্যবসায়ী মামুন ‘সাড়ে
তিন হাত জমি’ রচনার কোন চরিত্রের
প্রতিরূপ?
(ক) স্টার্শিনা
(খ) ওয়ারশিয়ার
(গ) পাখোম
(ঘ) মহাজন

৪০। উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে—
(i) লোভ (ii) স্বার্থচিন্তা
(iii) দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক
৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৬. ক
১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. খ ২২.
গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ঘ
২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫.
ক ৩৬. গ ৩৭. ক ৩৮. ক ৩৯. গ ৪০. ক

stay with trickbd

Psc Jsc Ssc পরিক্ষার কমন কোয়েশ্চেন ফ্রি পেতে ক্লিক করুন এখানে

20 thoughts on "জে এস সি ২০১৬ পরীক্ষার্থীরা নিয়ে নাও বাংলা প্রথম চূড়ান্ত সাজেশন, সকল বোর্ডের জন্য"

  1. Reja BD Author says:
    এটা কি ১০০% রিয়েল ??
    1. Riyad Author Post Creator says:
      ভাইয়া এটা সাজেশান।
  2. kamru zzaman Subscriber says:
    vai eita just model question #reja bd
    1. Riyad Author Post Creator says:
      r8
  3. RipoN Contributor says:
    এই সাজেশন থেকে কতো কমন পরবে??? ১০০ তে ১০০ নাকি!!!
    1. Riyad Author Post Creator says:
      ভাইয়া এটা সাজেশান।
    2. Riyad Author Post Creator says:
      25%
  4. Kisor Contributor says:
    vai real seggesion den
    math lagbe
    1. Riyad Author Post Creator says:
      সাথে থাকুন ভাই পেয়ে যাবেন।
  5. Ahmed Tasnim Author says:
    এটা কি সত্যি আপনি কোথায় পেলেন
    1. Riyad Author Post Creator says:
      TipsRain.Com থেকে কপি
  6. Atiquzzaman Author says:
    vai plz science lagbe druto post korun…….
    1. Riyad Author Post Creator says:
      sathe thakun ba tipsrain.com a dekhun
  7. TOUHID SARKER Contributor says:
    Vai math lagbe.please…
    1. Riyad Author Post Creator says:
      sathe thakun ba tipsrain.com a dekhun
  8. Aniknatore Contributor says:
    karo Oreginal Question lagle bolo only Dhaka board.
    100% common porbe.
  9. Mottalib Ahmed Contributor says:
    help me plz.Kono vai ki ama k Shadin vai or Rana vai ar fon num or fb ar link dite parben??plz help me
  10. bdmilton Contributor says:
    আমার যশোর বোর্ড এর টা লাগবে Original Question
    থাকলে প্লিজ কেউ বইলেন
  11. Shishir5159 Contributor says:
    via 2% o common pore nai. tobe kosto Kore lekhar jonno tnxxx.

Leave a Reply