আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আমার আজকের টিউন অর্থাৎ বাংলাদেশের সংবিধান সম্পর্কে।

বাংলাদেশের সংবিধান প্রবর্তীত হয় -১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর ।


বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্টিত হয় -১০ই এপ্রিল ১৯৭২ সালে


শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানে বর্ণিত হয়েছে -১৭ ধারায়।


সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিরর বয়স হবে অন্যূন-৩৫ বছর


সংবিধানের যে অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করতে পারে – ৯৩।


বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধীকারের সর্বনিম্ন বয়স হবে -১৮


বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা -২৮ টি।


বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের -১২ তম সংশোধের মাধ্যমে


ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় – সংবিধানের ৮ম সংশোধনিতে

সংবিধানের যে অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেক আছে- ৩১ নং অনুচ্ছেদে।


বাংলাদেশের সংবিধানের সংশোধণী গৃহীত হয় – ১৯৭৩ সালে।


আশা করি সবার কাজে আসবে।যদি এ পোষ্টটি দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন তবে পোষ্টটি ফেসবুকে শেয়ার করে দিবেন।ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন

যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমি।

2 thoughts on "জেনে নিন বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু তথ্য"

    1. Atiquzzaman Redoy Author Post Creator says:
      tnx

Leave a Reply