সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা।

আমার আজকের বিষয় ইতেমধ্যেই আপনারা জেনে গেছেন। রবী ঠাকুর কে কে না চেনেন।হ্যা,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি।

চলুন এখন কথা না বাড়িয়ে তার সম্পর্কে কিছু জেনে নিই।

জন্ম=

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১৮৬১ সালের ৭ ই মে তিনি জন্মগ্রহণ করেন।


মৃত্যু

১৯৪১ সালের ৭ ই আগষ্ট কলকাতায় মৃত্যু বরণ করেন তিনি।


পিতা,মাতা,পিতামহ ও স্ত্রী

তার পিতার নাম হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর,মাতার নাম সারদা দেবী,পিতামহ – প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার স্ত্রীর নাম ভবতারিণী দেবী রবীন্দ্রনাথ তার নাম পাল্টে রাখেন-মৃণালিনী দেবী।


রবীন্দ্রনাথ ঠাকুর ১৫ ভাই-বোনের মধ্যে ছিলেন ১৪ তম।ভাইদের মধ্যে ৮ম। তার দুটি ছদ্মনাম ১. ভানুসিংহ ২. ভানুমতি।

তার শ্বসুর বাড়ি ছিল বাংলাদেশের খুলনায়।


তিনি নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে ‘গীতাঞ্জলী’ (১৯১০) কাব্যের ইংরেজী অনুবাদের জন্য।(Song offerings).এশীয়দের মধ্যে তিনিই সর্বপ্রথম নোবেল পুরস্কার পান।

তার উপাধীসমূহ- ডি.লিট.(ঢাকা বিশ্ববিদ্যালয়),নাইট উপাধী।


তার ১ম সৃষ্টি ও প্রকাশিতসমূহ→
কাব্যগ্রন্থ—— বনফুল(১৮৮০)

প্রকাশিত কাব্য——- কবি কাহিণী (১৮৭৮)


উপন্যাস —— বৌঠাকুরাণীর হাট(১৮৮৩)

নাটক—— বাল্মীকি প্রতিভা(১৮৮১)


ছোটগল্প → ভিখারীনি,গদ্যগ্রন্থ→ রাশিয়ার চিঠি
রবীঠাকুরকে বলা হয় ছোট গল্পের জনক।
ধন্যবাদ সবাইকে। রবীঠাকুর সম্পর্কে আরও জানতে চোখ রাখুন ট্রিকবিডি তে।খুব দ্রুত আমি ২য় পার্ট নিয়ে আসব।
সুস্থ থাকুন ভাল থাকুক আর ট্রিকবিডি এর সাথেই থাকুন —— Facebook Contact

2 thoughts on "জেনে নিন রবী ঠাকুর সম্পর্কে সবকিছু।।।। কাজে লাগবে।part -1"

  1. Please Contributor says:
    bro if you know about gokano than please help me……I cant understand the order form of gokano.what is address1,address2 and state.please help me
  2. Md Khalid Author says:
    anyway————– “Airtel ekhon Robi”

Leave a Reply