অনেক সময় রোদ, ময়লা-ধুলাবালি, ভুল ডায়েট ওদুশ্চিন্তার কারণে ত্বকে কালো ছোপ ছোপদাগ পড়ে। যা কোনো ক্রিম বা লোশন দিয়েসহজে যায় না। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে এইদাগ দূর করতে পারেন। যার কোনোপার্শ্বপ্রতিক্রিয়া নেই।★ ঘরোয়া কী কী উপাদান দিয়ে ত্বকের দাগ দূরকরবেন তার একটি তালিকা নিচে প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখেনিতে পারেন….লেবুর রসলেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যাত্বকের কালো দাগ দূর করে সহজেই। তুলায়লেবুর রস নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালোফল পেতে দুই সপ্তাহ নিয়মিত লেবুর রস মুখেলাগান।ওটসস্ক্রাব হিসেবে ওটস বেশ কার্যকর। আধা কাপওটসের সঙ্গে তিন টেবিল চামচ লেবুর রস মিশিয়েপ্যাক তৈরি করুন। এই প্যাক মুখে দিয়ে পাঁচ মিনিটম্যাসাজ করুন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক দিয়ে স্ক্রাবিং করুন।চন্দনের গুঁড়োচন্দনের গুঁড়ো কালো দাগ দূর করার পাশাপাশিত্বককে নরম ও মসৃণ করে। গোলাপজল অথবাগ্লিসারিনের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে মুখেলাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখধুয়ে ফেলুন।কাজুবাদাম১০টি বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিনসকালে বাদাম বেটে এর সঙ্গে চন্দনের গুঁড়োও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখেলাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়েধুয়ে ফেলুন।আলুর রসআলুর রস মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতেঅনেক দ্রুত ত্বকের কালো ছোপ ছোপ দাগদূর হবে।টমেটোর রসটমেটো ফ্রিজে রাখুন। এরপর ফ্রিজ থেকেঠান্ডা টমেটো বের করে কেটে মুখেহালকাভাবে ঘষুন। কালো দাগ দূর করতে দিনেঅন্তত দুবার এভাবে মুখে ঠান্ডা টমেটোর রসলাগান।হলুদ ও দুধহলুদ গুঁড়োর সঙ্গে দুধ ও সামান্য লেবুর রসমিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর হালকা গরম পানিদিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাকমুখে লাগান।পেঁয়াজের রসপেঁয়াজ বেটে রস বের করে নিন। এবার তুলায়করে এই রস পুরো মুখে ভালো করে লাগান।অথবা পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুখেলাগাতে পারেন। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়েফেলুন।নারকেল তেলনারকেল তেল দিয়ে নিয়মিত মুখে ম্যাসাজ করলেকালো ছোপ ছোপ দাগ সহজেই দূর হবে। যদিআপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে নারকেল তেলব্যবহার না করাই ভালো।টকদইটকদই পুরো মুখ

কিভাবে সবার আগে জে.এস.সি = জে.ডি. সি = পি. এস. সি রেজাল্ট পাবেন এক্ষুনি জেনে নিন

11 thoughts on "[Beauty Tips] ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করবেন কীভাবে ?"

  1. Mahmood Contributor says:
    ভাই কাজ করবে তো,???…..যদি ফেস এ কোনো প্রব্লেম হয় তাহলে কিন্তু খবর আসে!!!
    1. Naiem Contributor Post Creator says:
      কয়টার খবর ভাই?
  2. mahmud Subscriber says:
    author thake Contributor hoise….. hahaha
    1. Naiem Contributor Post Creator says:
      k vai?
    2. mahmud Subscriber says:
      bro tomake na contributor korsilo abar author hoila kivabe.. ?
    3. Naiem Contributor Post Creator says:
      লজিকের মাধ্যমে,
      আইডির জন্য মনে মনে আপসোস করলাম

      আর ১ সপ্তাহ পরে দেখি Author….

      যারা এখনো author থে পারেন নি, তারা মন প্রান খুলে আপসোস করুন দেখবেন আপনি author…. #LoL
      .
      .
      Thanks #admin and all #moderator and #editor

  3. Seamex Author says:
    ভাই এইটা ছেলেদের না মেয়েদের জন্য….?
    1. Naiem Contributor Post Creator says:
      sobar jonno
  4. MD Amir Khan Contributor says:
    Apnei use koren.
  5. Naiem Contributor Post Creator says:
    na

Leave a Reply