আসসালামুআলাইকুম…..।

জে.এস.সি / জে.ডি.সি ও পি.এস.সি পরীক্ষা ২০১৬ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে । দেখা যাচ্ছে সব বোর্ডই ভাল রেজাল্ট করেছে।

♦অনেক পরিক্ষার্থী ভাল রেজাল্ট করে খুব খুশি। আবার অনেকে খারাপ রেজাল্ট করায় মন খারাপ করে বসে আছেন । চিন্তা করছেন খাতা কল করবেন । কিন্তু অনেকে আবার জানেন না , কীভাবে খাতা কল করতে হয় ।

♦পরীক্ষার্থীগণ আজ থেকেই খাতা পুন:নিরীক্ষণে আবেদন করতে পারবেন। নিচে জেনে নিন কিভাবে খাতা পুন:নিরীক্ষণে আবেদন করবেন ।খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে আবেদন করতে হবে ।

♦আবেদন করার আগে আপনার টেলিটক সিমটিতে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নিন ।

♦এখন স্টেপ গুলো ফলো করুনঃ

♦১ ) প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RSC আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল সাবজেক্ট কোড । এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে সব বিষয়ের সাবজেক্ট কোড গুলো কমা (,) দিয়ে পৃথক করে লিখুন। যেমনঃ 101,107

♦২) ফিরতি ম্যাসেজে আপনার সম্মতি চেয়ে একটা পিন নাম্বার দেওয়া হবে। আপনি যদি আবেদনটি চালিয়ে যেতেআগ্রহী হন । তাহলে আপনার মোবাইল এর ম্যাসেজ অপশনে গিয়ে আবার টাইপ করুনঃ RSC YES PIN number Your Contact Number এখন পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এখন আপনার ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।

♦৩) এখন আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার কনফরমেশন ম্যাসেজ আপনাকে ফিরতি SMS এ পাঠিয়ে দেবে টেলিটক ।

♦আবেদনকারীকে প্রতি বিষয়ের জন্যা আবেদন করতে ১৫০/= হারে পরিষোধ করতে হবে । এই টাকা আবেদন করার সময় ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে ।

♦আবেদনের শেষ তারিখ সম্পর্কে আমার জানা হয়নি তাই তারিখটা দিতে পারলাম না….।

প্রয়োজনে পোষ্টটি আপডেট করা হবে…..।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন….।

ধন্যবাদ…..
ট্রিকবিডির সাথেই থাকুন…

6 thoughts on "জেএসসি/জেডিসি পরিক্ষায় যারা ভালো করতে পারেননি তারা পুন:নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে।"

  1. ITExpert Rakib Contributor says:
    trickbd system Screen Shot Code দিতে পারলে 30TK contact:rakib444.tk
    1. Hridoy khan Contributor says:
      vai 30 tk er jonno ei kaj keu korbe na
      eita wapka na eita wordpress..php..
    2. ITExpert Rakib Contributor says:
      শুধু Screen Shot System হলে হবে
  2. Mosiurr Contributor says:
    vai Post e sshot kemne dey
  3. kh0ka Contributor says:
    Vai jekono sim dye hobe naki teletalk sim lagbe
  4. Sami Contributor says:
    last date 5 December

Leave a Reply