সকলকে অনেক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।।।
,
আমরা সবাই বাঙালি,,,আমরা সকলে বাংলাদেশে বাস করি,,
আমরা সকলে জানি বাংলাদেশ ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধিনতা অর্জন করে,,,
কিন্তু একথা কি জানেনে যে প্রথম কোনো দেশ বাংলাদেশ নামক এই দেশকে স্বীকৃতী দেয়,,,,
যদি জানেন তবে ভালো,,, আর একবার মিলিয়ে নিন,,,
আর যদি না জানেন তবে তো আর কথাই নেই,,,,
কি জানি কখন কি কাজে লাগে??
তো চলুন জেনে নিই,,,

সর্বপ্রথম বাংলাদেশ নামক আমাদের এই দেশক স্বীকৃতী দেয় ভারত।।ভারত বাংলাদেশকে স্বীকৃতী দেয় ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর।।

আরব ও মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতী দেয় ইরাক।ইরাক বাংলাদেশক স্বীকৃতী দেয় ১৯৭২ সালের ৮ই জুলাই।।

সমাজতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতী দেয় পূর্ব জার্মানি ও মঙ্গোলীয়।। ১১ ই জানুয়ারি ১৯৭২

উপসাগরীয় দেশ → কুয়েত।। ১৯৭৩ সালের ৪ ঠা নবেম্বর

আফ্রিকান দেশ → সেনেগাল। ১লা ফেব্রুয়ারি ১৯৭২

ইউরোপীয় দেশ → পূর্ব জার্মানি।। ১১ই জানুয়ারি ১৯৭২।

উত্তর আমেরিকার দেশ → বার্বাডোস।। ২০ই জানুয়ানি ১৯৭২।।

দক্ষিণ আমেরিকার দেশ। → ভেনুজুয়েলা,,,২ রা মে ১৯৭২।।

ওশেনিয়ার দেশ → টোঙ্গা।। ২৪শে জানুয়ারি ১৯৭২।।

এশীয় মুশলিম দেশ। → ইন্দোনেশিয়া। ২৫ শে ফেব্রুয়ারি ১৯৭২।।

অ-আরব মুশলিম দেশ,,,,,,, সেনেগাল,,,,,,,,, ১লা ফেব্রুয়ারি ১৯৭২
,,,
,,
তো আর কি বলব।।।
এখানেই শেষ করতে হচ্ছে আমার আজকের টপিক,।

যদি মনে করেন পোষ্টটি গুরুত্বপূর্ন তাহলে একটি কমেন্ট করবেন,,
না লাগলে কি আর করা??
FACEBOOK CONTACT

14 thoughts on "জানেন কি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে বা কারা???"

  1. heybd Contributor says:
    রাশিয়া কোথায়?☺
    1. Atiquzzaman Redoy Author Post Creator says:
      আপনি বলুন?
  2. apu09 Contributor says:
    “সর্বপ্রথম বাংলাদেশ নামক আমাদের এই দেশক স্বীকৃতী দেয় ভারত।।ভারত বাংলাদেশকে স্বীকৃতী দেয় ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর” আপনার লিখা ঠিক আছে ??? এটি হবে 16ই ডিসেম্বর। পোস্ট করার আগে ভালভাবে দেখুন তারপর পোস্ট করুন । আর এডমিন ভাই ভালভাবে পোস্ট রিভিউ করুন । আমাদের লেখা প্রকাশ হোক বা না হোক আমি চাই সকলে সঠিক বিষয়গুলো জানতে পারুক ।ধন্যবাদ সবাইকে
    1. Atiquzzaman Redoy Author Post Creator says:
      না,,এটা ৬ই ডিসেম্বর হবে।।
  3. apu09 Contributor says:
    জ্বি ভাই । আমি তাহলে বইতে ভূল পরেছিলাম । বাংলাদেশের একটি নামীদামী বইটি থেকে পরেছিলাম । কিন্তু আজ ভূল ভাঙ্গল । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
    1. Atiquzzaman Redoy Author Post Creator says:
      ৬ই ডিসেম্বর ই সঠিক,,,কারণ স্বাধিনতা অর্জন করার আগে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতী দেশ ভারত
  4. Atiquzzaman Redoy Author Post Creator says:
    ধন্যবাদ,,,,ওনাকে ভুল ভাঙতে সাহার্য করতে
  5. mywap Contributor says:
    bangla suggestion ta post krn (ssc)
    1. Atiquzzaman Redoy Author Post Creator says:
      try korbo,,,stay with trickbd
  6. mywap Contributor says:
    hmn.. … tnx

Leave a Reply