আসসালামু অলাইকুম

আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।কিছু দিন আগেই ট্রিকবিডিতে “Electronics” ক্যাটাগরি খোলা হয়।তাই আজ আপনাদের মাঝে এই বিষয়ে লিখার চেষ্টা করেছি।

প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতির সাথে সাথে অনলাইন কেনাকাটা বা শপিং জনপ্রিয় হয়ে উঠেছে।স্মার্ট ফোন এবং নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইন কেনার জন বিভিন্ন সাইট জনপ্রিয় শীর্ষে রয়েছে।কিন্তু ইলেক্ট্রনিক্স পণ্য বা রিমোট কোনট্রল পণ্য (RC or Remote Control) কেনার সাইট খুব কম।আবার পণ্যের গুনগত মান সহ, ভাল সার্ভিস খুব কম টেক সাইট দিয়ে থাকে।তাই আমি ইন্টারনেট থেকে কয়েকটি সাইট এর মাঝে এই সাইটি তুলে ধরলাম। আজ আমি অনলাইনে ইলেক্ট্রিক পণ্য কেনার বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।


TechshopBD

TechshopBD” বাংলাদেশের বৃহত্তর অনলাইন টেক শপ। বিভিন্ন অনলাইন শপ এর মধ্যে পণ্য এর গগুনগত মান এবং সাইট সার্ভিস এর মধ্যে অন্যান্য সাইট এর তুলনাই উত্তম। তাছাড়া তাদের পন্য ভেরাইটি অনেক থাকায় আমি সব সময় এই সাইট ব্যবহার করে থাকি।ইলক্ট্রনিক সকল পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকে।তাছাড়া বিভিন্ন সার্কিট (PCB or Printed circuit board ) বা আপনার ডিজাইন কৃত সার্কিট হোম ডেলিভারি দিয়ে থাকে।


Payment?

TechshopBD“তে “COD” বা “Cash on delivery” এবং “বিকাশ” পেমেন্ট গ্রহন করে।বিকাশ পেমেন্ট এর জন্য তাদের বিকাশ নাম্বার এ টাকা ট্রান্সফার করে নিতে হয়।তবে COD ব্যবহার করাই উত্তম।


  • প্রথমে “Puffin” ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার দিয়ে সাইটটি ব্রাউজ করুন।


  • সাইটের উপরে থাকা “My Account” অপসন থেকে একটি একাউন্ট খুলে নিন।


  • Register Here” অপসনটি সিলেক্ট করুন।নতুন একাউন্ট খোলার জন্য।


  • আপনার সকল তথ্য সম্পূর্ণ ভাবে পূরণ করুন।বিশেষ করে আপনার ঠিকানা সম্পূর্ণ দিন।


  • Captcha” এ ভাবে পূরণ করুন।


  • আপনার দেওয়া জিমেইল ঠিকানায় “TechshopBD” তে একাউন্ট খোলার জন্য ভেরিফিকেশন লিংক সহ একটি মেসেজ পাবেন।লিংক ওপেন করে আপনার একাউন্ট একটিভ করে নিন।


  • তার পর “My Account” অপসন থেকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।


  • লগিন সফল হলে ওয়েলকাম মেসেজ পাবেন।


  • ওয়েলকাম মেসেজ এর বাম পাসে বিভিন্ন অপসন পাবেন। আপনার একাউন্ট এর সকল তথ্য এবং সকল কাজ এখান থেকে নিয়ন্ত্রণ করুন।


  • সাইটের হোমস্ক্রিন এর বাপ পাশে সকল ধরনের ক্যাটাগরি অপসন পাবেন।


  • বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনার ইলেক্ট্রনিক পন্য কিনতে পারবেন।

  • আপনাদের দেখানোর জন্য এখানে “Tools” ক্যাটাগরি সিলেক্ট করা হল।

  • সাথে সাথে বিভিন্ন টুলস পেয়ে যাবেন।

  • অথাবা “Search” অপসন থেকে আপনার পন্য খুজে নিতে পারেন।

  • আপনাদের দেখানোর জন্য “Soldering iron” লিখে Search দেওয়া হল। “Soldering iron” এর সাথে সম্পর্কযুক্ত সকল রেজাল্ট হোমস্ক্রিনে পেয়ে যাবেন।


  • এখানে প্রথম পণ্যটি সিলেক্ট করা হল।


  • সাথে সাথে ঐ পণ্যের বাজারদর এবং পণ্যের সকল তথ্য পেয়ে যাবেন।


  • পণ্যের ডান পাশে কিছু সাজেশন পণ্য দেখতে পারবেন। যেটা হয়তো আপনার দরকার,যার ফলে আপনাকে আর কষ্ট করে খুজে নিতে হবে না।


  • পণ্য কেনার জন্য “Add to cart” অপসন সিলেক্ট করুন।


  • একটু লোড নেওয়ার পর আপনার পণ্য আপনার “Cart” এ অ্যাড হয়ে যাবে।

  • পণ্য অর্ডার এর জন্য স্ক্রিনের একদম ডান কোণায় থাকা “Checkout Now” অপসন সিলেক্ট করুন।


  • আপনার “Cart” এ থাকা সকল পণ্য দেখতে পারবেন।পণ্য অর্ডার এর জন্য “Checkout” অপসন সিলেক্ট করুন।


  • আপনার অর্ডার পেজ খুলে যাবে।এখান থেকে আপনার সকল অর্ডার নিয়ন্ত্রণ করতে পারবেন।


  • আপনার ঠিকানাটি পুনরায় দেখে নিন।অথবা পুনরায় সংশোধন করুন।


  • Continue Checkout” অপসন সিলেক্ট করুন আপনার অনলাইন অর্ডার সম্পূর্ণ করতে।


  • অথবা “বিকাশ” পেমেন্ট সিলেক্ট করুন, বিকাশে অর্থ লেন-দেন এর জন্য।

Contact:

  • কোন ধরণে সমস্যার জন্য সাইটের প্রধান অফিসে সরাসরি যোগাযোগ করতে, এই ঠিকানা ব্যবহার করুন।।ইমেইল অথবা ফোনে তাদের সাথে সরাসরি কথা বলে আপনার সমস্যা সমাধান করেনিতে পারবেন।


মন্তব্য: পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।

9 thoughts on "[TechshopBD] কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়ায় অনলাইনে ইলেক্ট্রনিক্স অথাবা RC পণ্য কিনুন (বিস্তারিত)।"

    1. Shaheen Uddoula Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
  1. Ahmed SahriaR Contributor says:
    সুন্দর পোষ্ট
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
    2. Shaheen Uddoula Author Post Creator says:
      Hot category তে অনেক অপ্রয়োজনীয় পোস্ট রয়েছে, সেগুলো রিমুভ করার প্রতি সাজাগ থাকাটা জরুরী।
      [৪-৫ দিন পর পর change করায় Better ]
  2. Ahmed Marjan Contributor says:
    জানি

Leave a Reply