ফেসবুক সম্প্রতি মোবাইল
নোটিফিকেশন ট্যাবটি
হালনাগাদ করেছে। এখন থেকে
নোটিফিকেশন পাওয়ার জন্য
পছন্দের বিষয়গুলো ঠিক করে
দিতে পারবেন ব্যবহারকারী।
খেলার স্কোর, আবহাওয়া
বার্তা, জন্মদিন থেকে শুরু করে
প্রয়োজনীয় তথ্যের হালনাগাদ
পেতে নোটিফিকেশন
‘পারসোনালাইজড’ করার
সুবিধা দেবে ফেসবুক।
গত 27 oct মোবাইল

অ্যাপে ফেসবুকের
নোটিফিকেশন ট্যাবটির নতুন
নকশা হালনাগাদ করার ঘোষণা
দেয় ফেসবুক। আপাতত
যুক্তরাষ্ট্রে এটি চালু হয়েছে।
পরে অন্য দেশেও এটি চালু হবে।
ফেসবুকের অফিশিয়াল ব্লগে
প্রোডাক্ট ম্যানেজার কেইথ
পেইরিস লিখেছেন, ‘আমরা
ফেসবুক ব্যবহারকারীদের কাছ
থেকে প্রতিক্রিয়া শুনেছি
যে তাঁরা বকে জায়গায়
তাঁদের দরকারি সব তথ্য জানতে
চান। নোটিফিকেশনের
পাশাপাশি যে সময় যে তথ্য
দরকার তা কাস্টমাইজড করে
রাখা যাবে। সাধারণ
তালিকার পরিবর্তে বিশেষ
কার্ড আকারে
নোটিফিকেশনগুলো সাজানো
থাকবে।
সুত্রঃ ইনটারনেট

[পোস্ট থেকে সামান্যতম উপকার পেলে দেখবেন ☞ Tips20.ga ]

Leave a Reply