ছদ্মনাম ব্যবহার না করে আসল নাম ব্যবহার করতে হবে-সমালোচনার মুখে শেষ পর্যন্ত এমন নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগযোগের সাইট ফেইসবুক। অক্টোবরের শেষ শুক্রবার এমন ঘোষণা দেয়.প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে,

প্রাথমিকভাবে দুটি পরিবর্তন আনছে ফেইসবুক।ব্যবহারকারীরে তাদের অ্যাকাউন্ট নিশ্চিত করার পর তাদের নামের সঙ্গে আরও কনটেক্সট আর ব্যাখ্যা যোগ করতে পারবেন। সেই সঙ্গে কেউ বিকল্প নাম দিলে অন্য ব্যবহারকারীরা এজন্য সংযুক্ত ব্যাখ্যা চাইতে পারবে।
নতুন এই পদক্ষেপের ফলে প্রোফাইল নিশ্চিত না করার কারণে ব্যবহার করতে পারছেন না এমন ব্যবহারকারীদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নাম নিশ্চিত করার প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। এখন আর ব্যবহারকারীদের সরকারী নিবন্ধিত পরিচয়পত্র লাগবে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবহারকারীদের আবেদন গ্রহণ করা হবে। এই পরিবর্তনগুলো ছাড়া ‘বিতর্কিত’ এই নীতিমালা নিয়ে ফেইসবুকের আর কোনো পরিকল্পনা নেই। চলতি বছর ডিসেম্বর থেকে নতুন এই পরিনর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে।

TipsaLL24.Com আমাদের সাইটে একবার ঘুরে আসুন।

ফেছবুকে আমি

One thought on "নাম বদলানোর নিয়ম নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগযোগের সাইট ফেইসবুক।"

  1. Shadhin Author says:
    Copy Post… ata agei akhane kora hoyece …

Leave a Reply