ফেসবুকের ব্যবহার এ নিয়ে পক্ষে
বিপক্ষে একটা লম্বা বিতর্ক হয়ে
যেতে পারে। কিন্তু সেসব বিতর্ক
ছাপিয়ে সম্প্রতি আলোচনায় উঠে
এসেছে ফেসবুক যেভাবে মানষের
প্রাণ বাঁচায়। কোনও ফেসবুক ফ্রেন্ড
আত্মহত্যাপ্রবণ বলে মনে হলে ফেসবুক
কর্তৃপক্ষকে তা জানানো যাবে।
প্রয়োজন হলে আত্মহত্যাপ্রবণ
ব্যক্তিকে বাঁচাতে পুলিশের সাহায্য
নেবে ফেসবুক।
ফেসবুক ব্যবহার করে প্রতারণা-সহ
নানা অপরাধমূলক কাজের অভিযোগ
ওঠে। কিন্তু ফেসবুকও মানুষের প্রাণ
বাঁচাতে পারে। চমকে উঠছেন? আসলে
‘সুইসাইড প্রিভেনশন টুল’ নামে একটি
বিশেষ সুবিধা রয়েছে ফেসবুকে।
আমেরিকা এবং অস্ট্রেলিয়ায়
পরীক্ষামূলক ব্যবহারে ভাল সাড়া

পাওয়ায়, এবার ব্রিটেনেও এই সুবিধা
চালু করেছে ফেসবুক। আত্মহত্যাপ্রবণ
ব্যক্তিদের নিয়ে কাজ করা একটি
স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ
উদ্যোগে এই পরিষেবা দেয় ফেসবুক।
কিন্তু ফেসবুকের এই আত্মহত্যা
প্রতিরোধকারী ‘টুল’ কী ভাবে কাজ
করে?
যদি কোনও ফেসবুক ব্যবহারকারীর
মনে হয় যে ফেসবুকে থাকা তাঁর
কোনও বন্ধু আত্মহত্যাপ্রবণ, তাহলে
‘ফেসবুক হেল্প সেন্টার’-এর একটি ফর্ম
পুরণ করে তিনি ফেসবুক কর্তৃপক্ষকে
বিষয়টি জানাতে পারবেন। এর পরে
আত্মহত্যাপ্রবণ ওই ব্যক্তির
অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখবে
ফেসবুক সেফটি টিম। তাদের যদি মনে
হয় ব্যক্তির যে কোনও মুহূর্তে
আত্মহত্যা করার সম্ভাবনা রয়েছে,
সেই রকম আপতকালীন পরিস্থিতিতে
ফেসবুক-এর তরফে স্থানীয় থানাতেও
বিষয়টি জানানো হবে।
আর যাঁরা অবসাদে ভুগছেন, কী ভাবে
অবসাদ কাটিয়ে ওঠা যায়, ফেসবুকের
তরফে সেই পরামর্শও দেওয়া হবে।
তাঁর কোনও বন্ধুই যে বিষয়টি তাঁদের
নজরে এনেছে, আত্মহত্যাপ্রবণ বা
অবসাদে ভোগা ব্যক্তিকে ফেসবুকের
তরফে সেটাও জানানো হবে। ২০১১
থেকেই এই স্বেচ্ছাসেবী সংস্থার
সঙ্গে কাজ করছে ফেসবুক।
সবাইকে ধন্যবাদ । সুস্থ্য থাকুন ভাল
থাকুন এবং সব সময় TrickBD এর
সাথেই থাকুন ।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

Leave a Reply