সময়ের সাথে সাথে নতুন নতুন ফিচার যুক্ত
হচ্ছে ফেসবুকে। তবে এবার ফেসবুক
থেকে বাদ দেওয়া হচ্ছে একটি সুবিধা।
আইওএস ব্যবহারকারীদের জন্য
ফেসবুক একটি নিউজরিডিং অ্যাপ চালু করেছিল।
যার মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা
প্রযুক্তি, বিজ্ঞান, খাবার, রাজনীতি প্রভৃতি
সমস্ত বিষয়ের খবর জানা যেত। সেই
অ্যাপটি বন্ধ করে দিতে চলেছে
ফেসবুক।

এই প্রসঙ্গে ফেসবুক একটি নোটিশে
জানিয়েছে যে, ২০১৪ সালের জানুয়ারী
মাসে আইওএস ব্যবহারকারীদের জন্য এই
অ্যাপ চালু করে ফেসবুক। এই অ্যাপের
মাধ্যমে ফেসবুকের লক্ষ্য ছিল যে,
ফেসবুক ব্যবহারকারীরা যাতে বন্ধুদের
সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সামাজিক বা
বিশ্বের সমস্ত খবর তাদের হাতের
মুঠোয় থাকে।
২৯ জুন তারিখ থেকে আইওএস
ব্যবহারকারীরা যখনই এই অ্যাপটি খুলতে
চাইছেন, তখনই তাঁদের দেখানো হচ্ছে
যে, এই অ্যাপের আর কোনো অস্তিত্ব
নেই। তাই সেই সমস্ত ব্যবহারকারীদের
উদ্দেশ্যে ফেসবুক জানাচ্ছে যে, এই
অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে।
.
.
টেকনোলোজি সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে ভিজিট করুন → Ictwap24.Com

2 thoughts on "ফেসবুকে যা আর পাবেন না"

  1. Reja BD Author says:
    Nice Post বন্ধু ←
    1. Naiem Contributor Post Creator says:
      তোমাকে অনেক অনেক ধন্যবাদ

Leave a Reply