ট্রিকবিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছ গ্রহণ করুন। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো আপনার ফেসবুক টাইম লাইনে অন্য কেউ পোষ্ট করে।এটা ট্যাগ না।।আপনার টাইমলাইনে অন্য কেউ পোষ্ট করলে এরকম আসে। উদাহরণ: Santo>Marup এখানে থাকে আপনার বন্ধুর পোষ্ট অথবা ছবি।অনেকে হয়তো এটা বন্ধ করতে চান।যারা এটা বন্ধ করবেন তারা নিচের নিয়ম অনুসরণ করুন||

**প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন।লগিন করা থাকলে আর লগিন করা লাগবে না।
**তারপর ফেসবুকের Setting & Privacy তে যান।
**তারপর Timeline & Tagging এ যান।

**তারপর Who can post on your timeline? এখানে যান ।
**ওখানে দেখবেন Friends করা আছে।
**তারপর Only me করে দিন |

এখন আর আপনার টাইমলাইনে কেউ পোষ্ট করতে পারবে না।
[বি:দ্র=আপনার ফেসবুকে জন্নদিনে কিন্তু বন্ধুরা উইস করতে পারবে না। প্রয়োজন হলে পুনরায় সেটিং টি পরিবর্তন করবেন]
#ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথে থাকুন।
ফেসবুকে আমি

7 thoughts on "ফেসবুকে কেউ আপনার টাইমলাইনে পোষ্ট করতে পারবে না।[এটা ট্যাগ না]"

  1. JOY.MONDOL Contributor says:
    Facebook স্থায়ী ভাবে কি বন্ধ করা যায়? জানা থাকলে, একটু বলবেন দয়াকরে।
    1. Md Yasin Contributor Post Creator says:
      চির স্থায়ী ভাবে বন্ধ করা যায়
  2. Rab bi Contributor says:
    fb te date change hoina hlp me
  3. Shamsul Arifen Shakil Contributor says:
    এসব অনেক আগেই জানি?
  4. Reja BD Author says:
    Sundor post, Kintu Sob Somoy Screnshot diye post korar cesta korben
  5. JonyKar2 Contributor says:
    baler post.

Leave a Reply