১. নিউজ ফিড থেকে সেভ করে রাখুন
আপনার নিউজ ফিডে এমন কোনো বিষয় এসেছে,
যা বিস্তারিত দেখা খুবই দরকার। কিন্তু সময়ের
অভাবে আপনি সেটার পেছনে সময় দিতে
পারছেন না? তাহলে আপনি পরবর্তীতে দেখার
জন্য এটি সেভ করে রাখতে পারেন। এজন্য
পোস্টের ডান পাশে যে ছোট তীর চিহ্নটি
রয়েছে সেখানে যান। এরপর সেভ লিংক
সিলেক্ট করুন।
.
.
.
.
২. অ্যানিমেটেড প্রোফাইল ছবি
আপনার প্রোফাইলের ছবি অ্যানিমেটেড করা
সম্ভব ফেসবুকে। এজন্য ফেসবুকের মোবাইল
অ্যাপ থেকে পিকচার-এ যান। সেখানে “Take a
New Profile Video” অপশন থেকে নিজের একটি
ভিডিও আপলোড করুন।
.
.
.
.
৩. ভিডিও অটোপ্লে বন্ধ করুন
অনেক ব্যবহারকারীই ফেসবুকের নিউজ ফিডে
ভিডিওগুলো অটো প্লে হওয়ায় সমস্যায় পড়েন।
বিশেষ করে যাদের সীমিত ব্যান্ডওয়েথ
কিংবা গতি থাকে তাদের সমস্যা এটি বাড়িয়ে
তোলে। এটি বন্ধ করা খুব একটা কঠিন নয়। এ
জন্য যা করতে হবে-

পিসি থেকে ফেসবুকে লগইন করে প্রোফাইলে
যান। এরপর ওপরের ডান পাশের কোনা থেকে
“Settings”-এ যান। এর বাম পাশের কলামের
একেবারে নিচের দিকে “Videos” খুঁজে বের
করুন। এরপর “Auto-Play Videos”-এ ক্লিক করুন এবং
“Off” নির্বাচন করুন।

অ্যান্ড্রয়েডে ফেসবুকের অ্যাপ ওপেন করুন
এবং বাম পাশের তিনটি পাশাপাশি লাইনে
ক্লিক করুন। এরপর “App Settings” থেকে “Autoplay”
খুঁজে বের করুন। এটি ওয়াইফাই সংযোগের সময়
চালু রাখতে “On Wi-Fi Connections Only” সিলেক্ট
করতে পারেন। এছাড়া “Never Autoplay Videos”
নিতে পারেন, যা সিলেক্ট করলে আর কখনোই
অটোপ্লে আপনাকে বিরক্ত করবে না।
.
.
.
.

৪. বন্ধুদের বিরক্তিকর পোস্ট বন্ধ করুন
আপনার বন্ধুতালিকায় থাকা ব্যক্তিরা যদি
বিরক্তিকর পোস্ট দেয় তাহলে তাদের আনফলো
করুন। এতে তাদের পোস্ট আর আপনাকে দেখতে
হবে না। এজন্য তার প্রোফাইলে গিয়ে
প্রোফাইল ছবির নিচে “Following” বদলে
“Unfollow” করে দিন।
.
.
.
.
৫. অন দিস ডে
আপনার ফেসবুকের প্রোফাইলে এক বছর আগের
কাজ দেখতে চাইলে অন দিস ডে ফিচার ব্যবহার
করুন। এজন্য ফেসবুকে লগইন করার পর https://www.facebook.com/onthisday টাইপ করলেই হবে।

5 thoughts on "ফেসবুক ব্যবহারের ৫ টি প্রয়োজনীয় টিপস জেনে রাখুন"

  1. Md Suboj Contributor says:
    goto kalke ay post kora hoyse vaia
  2. Me Ashiq Contributor says:
    Bro not rooted Android die ke screen record kora jaba? R jodi jai tahola kon app use kora please bolen!!
  3. King Khan Contributor says:
    Vai, facebook page varify somporke ekta post koren. plz.

Leave a Reply