কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।

বর্তমানে ফেসবুক সবার কাছে খুব জনপ্রিয় এক মাধ্যম। নতুন বন্ধুত্ব তৈরিতে এর জবাব নেই। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকমভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনো ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন।

ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন—

১. প্রথমে গুগল ক্রোম খুলুন।
২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)।

৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন।
৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।

তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এর এক্সটেনশন অ্যাড করা যাবে না।

10 thoughts on "ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাবেন যেভাবে"

  1. Ahad Author says:
    Android এ কিভাবে পাবো? সেইটা দেন?? আর স্ক্রিনশট কই?
  2. Atik Contributor says:
    Apne skin short dita paran na
    Abar author hoysal
    Madon??
  3. Skype Contributor says:
    Bro need ss
  4. Avi Contributor says:
    shot koy
  5. nerob Contributor says:
    Bro sshot dela valo hoto
  6. Hridoy Contributor Post Creator says:
    Ok I will try next
  7. md polash alom Contributor says:
    ফায়ার ফক্স এ কি হবে?
  8. rashed48 Contributor says:
    Screnshot koi bro

Leave a Reply