ফেসবুকে অনেকেই ছবির
পাশাপাশি ভিডিও আপলোড
করেন। সেসব ভিডিও অন্যরা দেখেন,
শেয়ার করেন, মন্তব্য করেন। কিন্তু এসব
ভিডিওর মধ্যে অনেক ভিডিও
থাকে বিব্রতকর বা অশ্লীল। হয়ত
ক্লিক করার আগে বিষয়টি আপনি
বুঝতে পারেননি। কোন কোন
ভিডিও আপনি ক্লিক করে দেখার পর
অন্য ফেসবুক বন্ধুরা জানতে পারেন
যে, এটি আপনি দেখেছেন। এটা
আপনাকে অনেক সময় লজ্জ্বায় ফেলে
দেয়। এছাড়া ভুল করে আপনি হয়ত
বাসায় ফেসবুক অ্যাকাউন্ট লগআউট
করতে ভুলে গেছেন বা করেননি, তখন

কেউ চাইলেই দেখতে পারবে
আপনি কী ভিডিও দেখেছেন। যদি
আপনি আপত্তিকর কোন ভিডিও ভুল
করেও দেখে থাকেন সেটা আপনার
পরিবারের সদস্যদের কাছে
আপনাকে ছোট করতে পারে।
তাই কখনো ইচ্ছা বা অনিচ্ছাকৃত এমন
কোন ভিডিও দেখে থাকলে তার
হিস্টিরি মুছে ফেলাই উত্তম।
কীভাবে এই কাজটি করবেন তা
দেওয়া হলো. . .
প্রথমে ফেসবুক লগ-ইন করুন। তারপর
Activity Log এ যান, এখন More এ ক্লিক
করুন। তারপর Videos Watched এ ক্লিক
করলে দেখবেন আপনি যে
ভিডিওগুলো দেখেছিলেন
সেইগুলোর তালিকা চলে আসবে।
এখন Clear Video Watch History তে ক্লিক
করে আবার Clear Video Watch History তে
ক্লিক করলেই Video Watch History Delete
হয়ে যাবে।
আর যদি নির্দিষ্ট কোন ভিডিও
হিস্টিরি মুছে ফেলতে চান,
তাহলে ওই ভিডিওটির ডানপাশে
কার্সর নিলে Edit অপশন আসবে।
সেখানে ক্লিক করে ডিলিট করে
দেয়া যাবে নির্দিষ্ট ভিডিওটি।
my site AGUNBD.COM

2 thoughts on "যেভাবে ফেসবুকে দেখা Video History মুছে ফেলবেন"

  1. kawsar Contributor says:
    sojib post ar bhitore jara nijder ad dei tader ke adim demote kore dise…apni diyenna pore abar apnakew demote marte pare
  2. sudip Contributor says:
    hummm r8

Leave a Reply