জানেন তো ভাল, অন্যকে জানার সুযোগ দিন।

ফেসবুক এখনকার সময়ে অত্যন্ত জরুরী একটা মাধ্যম। যখন তখন কাজ পড়ে যায় ফেসবুকে। অথকা প্রেমিক বা প্রেমিকা কিংবা জরুরী কোন কাজে কোন বন্ধুর সাথে কথা বলতে হয়। তবে ধরুণ, আপনার স্মার্টফোন নেই। কিংবা আছে কিন্তু এন্টারনেট ডাটা শেষ। কিন্তু এই মুহুর্তে আপনার ফেসবুকটা লগইন করতেই হবে! তাহলে কি উপায়?

কি আর করা? এমন পরিস্থিতিতে হয় তো কোন সাইবারক্যাফে অথবা কোন বন্ধুর মোবাই বা পিসিকেই বেছে নিবেন।

আর সেখান থেকেই সারবেন দরকারি কাজ। কিন্তু যাঃ, তাড়াহুড়োয় বেরোনোর সময় লগআউট করতেই ভুলে গিয়েছেন! বা লোডশেডিং হয়ে গিয়েছে! ফলে লগ-আউটটা আর করা হয়নি! এবার সেই মেশিন থেকে যে যখন ফেসবুকে বসবেন আপনার প্রোফাইলের সব দেখে ফেলবেন তো! এরকম পরিস্থিতিতে পড়লে জানেন কী করবেন?

১। যে কোনও মোবাইল বা কম্পিউটার থেকে ফের লগ-ইন করুন।
২। এবার মেইন মেনুতে যান।
৩। সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন।

৪। এবার সেখানে সিকিউরিটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৫। এবার সেখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। ‘WHERE YOU’RE LOGGED IN’ অপশনটিতে আপনি কোথা থেকে লগ-ইন করেছিলেন সেটা দেখতে পাবেন।
৬। এবার সেই অপশনে গিয়ে লগ-আউট বাটন প্রেস করুন।
৭। এর আগে আপনি ভুলবশত যেখান যেখান থেকে লগ-আউট করেননি, সব জায়গা থেকেই লগ-আউট হয়ে যাবেন।

See More….Facebook Page Auto Like

6 thoughts on "ফেসবুকে লগ আউট করতে ভুলে গেলে কি করবেন? সমাধান নিন"

  1. robelbd1 Contributor says:
    kew ki trickbdr author id bikri korben?
    1. Md.Al-amin Author says:
      ১০ হাজার টা*কা দেওয়া লাগবে পারবেন??
    2. robelbd1 Contributor says:
      tore trickbdr somman er jonno kichu bollam na moderchod….
    3. Md.Al-amin Author says:
      বলতে আর কোথায় বাঁকী রাখলেন
  2. Semu Contributor says:
    good post

Leave a Reply