সসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আর ট্রিবিডির সাথে থাকলে তো কথাই নাই।প্রথমেই বলি আমি ট্রিকবিডিতে নতুন অথর।তাই ভুল হইতে পারে।আশা করি ভুল গুলা ঠিক করিয়ে দেবেন।তাহলে শুরু করা যাক।

আজকের টপিকের মাধ্যমে ফেসবুকের পোস্ট ঠিকই F (Follow) করবেন কিন্তু কোন বিরক্তি ছাড়া।আর সাহায্য পাবার আশায় বকা খাবার ঝামেলা নেই।।

আমরা অনেকেই পোস্টে অনেকে কমেন্টে F (Follow) লিখে থাকেন।এতে বিশেষ কোন সমস্যা নেই, আপনারা মূলত এই পোস্টের বিষয়াদি কিংবা প্রশ্নের উত্তর পাবার আশায় যেন নোটিফিকেশন পান সে জন্যই করে থাকেন। কিন্তু অনেক সংকীর্ণমনা মানুষ গুলো তা বিরক্তির চোখে দেখে থাকেন। তবে আর একটি ব্যাপার এই যে, ঐসব F কমেন্টের জন্য কমেন্ট লাইন অনেক দীর্ঘায়ত হয় যার ফলে প্রয়োজনীয় কমেন্ট গুলো খুঁজে পেতে সত্যি অযথা সময় ব্যায় হয়!

তাহলে কি করা যায়???
এর সমাধান হল, আপনি কমেন্ট না করেও উক্ত পোস্টের নোটিফিকেশন পাবেন নিম্ববর্ণিত উপায়ে-
পোস্ট দাতার নাম বরাবর ডান পাশে তিনটি ডট (…) দেয়া অপশন-এ ক্লিক করুন;


তারপর Turn on notification for this post অপশনটি সিলেক্ট করুন।


ব্যস, হয়ে গেল! যখনই কেউ ঐ পোষ্টে কমেন্ট করবে, আপনি ঠিকই নোটিফিকেশন পেয়ে যাবেন।এটি সব ব্রাউজার এ হবে না। তবে ফেসবুক লাইট এ হয়।ফেসবুক লাইট ব্যবহার করলে কিছু সুবিধা পাওয়া যায়।যেমন আজকে যেটা দেখাইলাম।আবার সাইজ ও কম। ১ মেগাবাইট।ফেসবুক এপ এর মত এটার সাইজ বাড়ে না।স্টোরেজ ও ফাকা থাকে।

এখন থেকে F (Follow) করুন নিশ্চিন্তে,কোন জামেলা ছাড়াই।ধন্যবাদ।

যার পোস্ট থেকে এটা শেখা:Shakhawat Buyia Raj Vai

যে কোন সসমস্যা হলে
আমার ফেসবুক আইডি:Facebook

ছোট একটি গেমস/টেকনোলজি এর গ্রুপ আছে।পারলে জয়েন দিয়েন।Facebook Group

Mail/Google+:[email protected]

Thanks for reading…

Leave a Reply