Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » মেসেঞ্জারে,ফেসবুকে তো অনেক খেললেন এবার Facebook Lite-এও গেম খেলুন

মেসেঞ্জারে,ফেসবুকে তো অনেক খেললেন এবার Facebook Lite-এও গেম খেলুন

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ?

আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি ট্রিক সেটার করতে যাচ্ছি।
আপনারা নিশ্চই ফেসবুক গেম সম্পর্কে জানেন।অনেকে খেলেছেনও।আর এটা নিশ্চই জানেন গেমগুলো কেবলমাত্র মেসেঞ্জার,ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এবং ব্রাউজারেই খেলা যায়। গেমগুলো ফেসবুক লাইটে খেলা যায় না। আজ দেখবো, কিভাবে ফেসবুক লাইটেও গেমগুলো চালানো যায়। একই সাথে ফেসবুক লাইটকে কিভাবে ডেস্কটপ ভার্সনে নেওয়া যায় তাও দেখবো।

চলুন শুরু করা যাক:

প্রথমে
ফেসবুক লাইট ওপেন করে মেনুবারে ক্লিক করুন।নিচের দিকে থাকা Help অপশনে ক্লিক করুন।

◼ সার্চবারে লিখুন “Profile id” এবং সার্চ দিন।

◼ এরপর ৫ নম্বর বা এর কাছাকাছি

“How are usernames and user IDs used on Facebook profiles?”

লেখাটিতে ক্লিক করুন।

◼ পরবর্তী পেজে “create এ username” লেখাটাতে ক্লিক করুন।

◼ লোড নেওয়ার পর ডেস্কটপ view দেখতে পাবেন।এখন থেকে আপনি ডেস্কটপের বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন।

◼ ডান দিকে একদম কোনায় যে ম্যাসেঞ্জারের চিহ্ন রয়েছে ওটাতে ক্লিক করুন।আপনার বন্ধুদের show করবে। সেখান থেকে আপনার যেকোনো একজন বন্ধুকে সিলেক্ট করুন।

◼ নতুন পেজটার একদম নিচে ? Game আইকনটিতে ক্লিক করুন।অনেকগুলো গেম শো করবে। এখান থেকে আপনার পছন্দমত গেম বাছাই করে play লেখাতে করলেই গেম লোডিং হতে শুরু করবে।

◼ ১০০ পর্যন্ত হলেই গেম চালু হবে।তারপর মজা করে খেলতে থাকুন।

এতক্ষণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
এই লেখাটি আগে কোথাও দেয়া হয় নি।

পোষ্টটি সম্পুর্ন নিজে থেকে লেখা।তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Copyright: উন্মুক্ত

6 years ago (Nov 23, 2017)

About Author (7)

Md. Alomgir Hossain
author

Trickbd Official Telegram

16 responses to “মেসেঞ্জারে,ফেসবুকে তো অনেক খেললেন এবার Facebook Lite-এও গেম খেলুন”

  1. lovelyboy Contributor says:

    অসাধারন..

  2. nimur_sarkar_nebir Contributor says:

    ভাই, গেম খেলতে mb লাগবে কি??

  3. ShahedHasan Contributor says:

    ভাই…লাইট আমার মাঝেমধ্যে চলে মাঝেমধ্যে চলেনা।। কি করব?

  4. akash1199 Contributor says:

    এইটা লাইট দিয়ে না… পিসি দিয়ে খেলা হলো…. টপিক টা এলোমেলো ভায়া

    • MD.Alomgir Hossain Author Post Creator says:

      হ্যাঁ, কিন্তু মাধ্যমটা কি?
      ___নিশ্চই অ্যান্ড্রয়েড ।
      আর কি?
      _____ফেসবুক লাইট।
      আপনি তো আর ক্রম ব্রাউজার অ্যান্ড্রয়েডে চালিয়ে বলতে পারেন না,আমি পিসি চালিয়েছি ,
      আর হ্যাঁ, আপনি ওটা PC দিয়েই চালিয়েছেন।অ্যান্ড্রয়েডও কিন্তু একধরনের mini pc

    • akash1199 Contributor says:

      বিষয়টা তো সেটা না… এখন দেখুন ফেসবুক লাইট এক্সটারনাল লিন্ক এ ঢুকার জন্য এন্ড্রয়েড লাইব্রেরি এ্যাড করেছে…. ঠিক এমনই ম্যাসেন্জারেও এরকম আছে … এখন আপনি যদি ম্যাসেন্জার দিয়ে ট্রিকবিডিতে ঢুকে মনে করেন যে ম্যাসেন্জারটা দিয়ে ডেস্কটপ ট্রিকবিডিতে ঢুকা যায়… আর এ নিয়ে একটা পোস্ট লিখলেন….. তাহলে কেমন হবে ভেবে দেখুন…. আর আপনার টপিকটা হওয়া উচিত ছিলো লাইট বেইসড না এন্ড্রয়েড বেইসড

    • MD.Alomgir Hossain Author Post Creator says:

      ভাই,
      কি বলেন এগুলো।
      ধরুন আগে ম্যাসেঞ্জার দিয়ে শুধু ম্যাসেজ পাঠানো যেত। ফেসবুক যখন ম্যাসেঞ্জারে লিংক ভিজিট করার সুবিধা যোগ করল,সেটা কতজন জানত?ফেসবুক যে লিংক যোগ করেছে এটা তো প্রচার করা প্রয়োজন।নাকি?

  5. . Contributor says:

    ভালো। আশা করি author হতে পারবেন। আরো ভালো পোস্ট করেন?

Leave a Reply

Switch To Desktop Version