খুব সহজেই ফেসবুকের ফ্রেন্ডলিষ্টের সব মেয়ে আইডি  এক সাথে খুঁজে বের করুন। [শুধুমাত্র পিসি ইউজার]

ফেসবুকের ডিজলাইক অপশন চালু হতে যাচ্ছে শুনে বেশ ভালো লাগছে। যাই হোক- ফেসবুকের আমরা অনেক সময় ফ্রেন্ড লিষ্টের ছেলে বা মেয়ে আইডি খুঁজে থাকি। কিন্তু ফ্রেন্ড লিষ্টের হাজার খানেক ফ্রেন্ড থেকে একটা একটা করে মেয়ে আইডি বা ছেলে আইডি খুঁজে বের করা অনেক কষ্ট সাধ্যে আর বিরক্তিকর। সব ফ্রেন্ডস ফিল্টারিং করার কোন অপশন দেয়া নেই ফেবু তে।

একটা সহজ পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই আইডি গুলো খুঁজে পেতে পারি। সেটিংস এ যান –

 

আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এ সেট করুন English (US)

 

 

 

এবার সার্চ বক্সে টাইপ করুন my friend who are female

পিপল ট্যাবে যান, এখানে আপনি আপনার মেয়ে ফ্রেন্ডস দের তালিকা খুঁজে পাবেন।

সার্চ বক্সে কপি পেষ্ট করলে কাজ হবে না। টাইপ করলে সবচেয়ে ভালো হবে, ফেবু নিজে থেকেই সাজেষ্ট করে দেবে।

সব ফ্রেন্ডস শো নাও করতে পারে। কী-ওয়ার্ড টি একটু ভিন্নভাবে লিখে সার্চ করতে পারেন। যেমন  my female friends

এভাবে যারা সিংগেল, ইন এ রিলেশনশীপ, বা ম্যারিড আছে তাদেরকেও একসাথে খুঁজে বের করতে পারেন।

 

মোবাইলের ব্রাউজারে সার্চ করলে কিছুই শো করে না। তবে এন্ড্রয়েড ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্ট্রাই করতে পারেন। ডিফল্ট ব্রাওজারে www ফেবু সাপোর্ট করে।

Credit: Shadhin

Leave a Reply