যে বিষয়টা নিয়ে লিখছি
এব্যপারে
আগে কোন টিউন হয়েছে কিনা
জানা
নেই।থাকলে আমি আন্তরিকভাবে
দুঃখিত।
ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা
ছবিহীন
আইডি থাকলে যদি তাতে রিপোর্ট
পড়ে
তাহলে আইডি ব্লক।পরে সে আইডি
ফেরত
পেতে গেলে বহুৎ কারসাজি করতে
হয়।
এখন আমি যে পদ্ধতি বলব তাতে
প্রতি
২মিনিটে একটি করে ফেসবুক আইডি
খুলতে পারবেন।একই তথ্য দিয়ে
একাধিক
আইডি তৈরি করতে পারবেন।
প্রথমে https://10minutemail.net/ এ

যাবেন।গেলেই আপনি ১০ মিনিটের
জন্য
একটি ইমেইল আইডি পাবেন।
এড্রেসটা
কপি করুন।ওটা ব্রাউজারের অন্য
ট্যাবে ওপেন রেখেই অন্য ট্যাবে ঐ
মেইল এড্রেস ব্যবহার করে নতুন ফেসবুক
আইডি খুলবেন।ইমেইল আইডি আর
পাসওয়ার্ড
লিখে রাখবেন।যাতে পরে আপনি
সেই মেইল আইডি ব্যবহার করে
ফেসবুকে ঢুকতে পারেন।মনে
রাখবেন ১০ মিনিট পর কিন্তু আপনি ঐ
মেইল একাউন্টে আর প্রবেশ করতে
পারবেন না।
আইডি যদি ব্লক পড়ে তবে
সেক্ষেত্রে
সেটি আর ফেরত আনার কোন উপায়
নাই।
তবে একটা পদ্ধতি আছে যেটা
কাজে
লাগাতে পারেন।
তাই সবচেয়ে ভালো হয়, “Bangladesh
national id card” লিখে গুগলে সার্চ
দিলে।
তাহলে আপনি অনেক গুলো আইডি
কার্ডের ছবি পাবেন।সেই গুলো
থেকে
যে কোন একটা নাম ইউজ করে ছবি টুকু
ক্রপ করে প্রফাইল পিকচারে
রাখবেন।
তাহলে যদি কখনো আইডি ব্লকে
পড়ে
তখন সেই আইডি কার্ডটি আপ্লোড
করে
আইডি ফেরত পেতে পারেন।
তো তৈরী করে ফেলুন অগনিত
ফেসবুক
আইডি আর বোকা বানান ফেসবুককে |
প্রথমে প্রোকাশিত হয় এখানে

3 thoughts on "২ মিনিটেই ভুয়া ইমেইল একাউন্ট দিয়ে ফেসবুক আইডি খুলুন"

  1. Dipto Author says:
    Vai, Email Address invalid Dekhay, ki korbo? Bole, Enter a valid email address.
  2. mithunkumer626346 Author says:
    vi Email ar code ta ke kora pabooo

Leave a Reply