সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর
মধ্যে ফেসবুক অন্নতম। আমাদের প্রায়
সবারই ১ অথবা ২ টা অ্যাকাউন্ট
আছে,আবার অনেক এর একাধিক
অ্যাকাউন্ট ও আছে। আমারা সবাই
ফেসবুক এ নতুন ও অপরিচিত মানুষের
সাথে ফ্রেন্ড শিপ করতে চাই। কিন্তু
ফেসবুক হল পরিচিত সবার সাথে
ফ্রেন্ড করার
মাধ্যম।তাই আমাদের কখনও কখনো ২
অথবা ১ মাস ব্লক খাইতে হয় যা খুবই

বিরক্তকর।তাই আজ আমি আপনাকে
শিখাব
কিভাবে একাধিক ফ্রেন্ড অ্যাড
করবেন কিন্তু ব্লক হইবেন না। প্রথমে
friends> Request >sent Request গিয়া আপনার
pending friends Request গুলো বাদ দিয়ে
দিন। তার পর অনলাইন এ আছে এরকম ২০
জন যাদের ফ্রেন্ড Request accept করবে
তাদের friends Request sent করুন।ও অনলাইন
আছে তা কিভাবে জানবেন।
যখন.কেউ স্ট্যাটাস দিবে তাদের
স্ট্যাটাস এ ২০ মিনিট মধ্যে যারা
লাইক দিছে তাদেরকে friends Request
sent করুন।আবার ১০ মিনিট ওয়েট করুন। এর
মধ্যে যারা friend Request accept করবেনা
তাদের কে cancel করে দিন। আবার ঠিক
এইভাবে দিনে ২ ঘণ্টা পর পর ২০ জন
করে অ্যাড করুন।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন

ফেসবুকে আমি

3 thoughts on "এখন থেকে আনলিমিটেড Friend Request পাঠান Block হওয়ার ঝুকি নেই ১০০% গ্যারান্টি দিলাম।"

  1. Sharifulislam Author says:
    ধন্যবাদ ভাই আমার ভাল লাগছে!!

Leave a Reply