১. আপনার সামাজিক
যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও
ইমেইলে শক্তিশালী পাসওয়ার্ড
ব্যবহার করুন। পাসওয়ার্ডে অক্ষর,
সংখ্যা ও চিহ্ন ব্যবহার করে তা
শক্তিশালী করা যায়।
.
.
.
২. আপনি যে বিষয়টি সবার সঙ্গে
শেয়ার করতে চান না তা
কোনোভাবেই অনলাইনে আপলোড
করবেন না। অনলাইনে যতই প্রাইভেসি
থাকুক না কেন, হ্যাকিংয়ের ঘটনা
প্রতিনিয়তই ঘটছে।
.

.
.
৩. সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু
পরিচিতদেরই বন্ধু করুন।
.
.
.
৪. সামাজিক যোগাযোগমাধ্যমে
কখনোই অন্যের মূল্যবোধে আঘাত দেয়
এমন কোনো বিষয় পোস্ট করবেন না।
.
.

৫. পাবলিক হটস্পট থেকে অনলাইন
অ্যাকাউন্ট ব্যবহারের সময় বাড়তি
সতর্কতা অবলম্বন করুন। নিরাপদ
ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যাংকে
আর্থিক লেনদেন কিংবা গুরুত্বপূর্ণ
কাজে লগইন করবেন না।

___________________________________________________
জিপি

ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক
করুন

______________=___=_==≈_________________________=_

ফেসবুকে আমি
fb.com/merouf

One thought on "অনলাইনে নিরাপত্তায় কী করবেন, কী করবেন না? জেনে নিন ৫ করণীয়"

  1. Dewan Contributor says:
    ধন্যবাদ।

Leave a Reply