আপনি কি জানেন,
যেভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটার
ব্যবহার করছেন
তার থেকে আরও বেশী সুবিধা ভোগ করে সেটি
ব্যবহার করা
সম্ভব। কিভাবে?
#১ আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট
রাখুন-
সবসময় আপডেট রাউটার ব্যবহার করুন। অনেক সময়
এমন হয়,
আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইচ্ছা করে
তাদের
নিজস্ব রাউটার আপনাকে ধরিয়ে দিবে। যেটা
পরে যেয়ে
অনেক বিড়ম্বনার কারন হতে পারে। তাই রাউটার
কিনবেন
নিজের ইচ্ছা মতো দেখে শুনে।
#২ সুবিধা জনক যায়গাতে রাউটারটি স্থাপন করুন-
রাউটারটি স্থাপন করবেন এমন একটি স্থানে
যেখান থেকে
প্রায় সব ঘড়ে সমান ভাবে সিগন্যাল পৌছাতে
পারে।
#৩ শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা-
কথাটা কেমন শোনাচ্ছে না? হুম, পাসওয়ার্ড
আবার কি
মাইনে রাখে? রাখে, কারন আপনি যখন একটা

শক্ত পক্ত
পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন আর
বাইরের কেউ আপনার নেট লাইন ব্যবহার করতে
পারবে না।
প্লাস পাবেন সিকিউর নেট সার্ভিস।
#৪ ওয়াইফাই চ্যানেল-
সবসময় সঠিক ওয়াইফাই চ্যানেল ব্যবহার করবেন।
বেশিরভাগ
সার্ভিস প্রভাইডার ২.৪ গিগাহার্জ ব্যবহার করে
যেটা সবার
জন্য পারফেক্ট নাও হতে পারে।
#৫ পুরনো ডিভাইস ডিসকানেক্ট করে রাখুন-
কথাটার মানে হল, যখন কোন ডিভাইস আর
ব্যবহার করবেন না
তখন সেটি ওয়াইফাই রাউটার থেকে ডিসকানেক্ট
করে রাখুন।
#৬ পিং টেস্ট-
সময় সময় পিং টেস্টের মাধ্যমে আপনার নিয়মিত
ইন্টারনেট
গতি পরিক্ষা করতে পারেন, আর এ জন্য
আপনাকে এই সাইটে
যেতে হবে-
Pingtest.Net
#৭ রিস্টার্ট-
অনেক সময় এমন হয় দেখবেন আপনার রাউটার
চলতে চলতে
হ্যাং করে। আর হটাৎ করেই স্পীড গায়েব বা নেট
লাইন
ডিসকানেক্ট হয়ে যায়। এমতাবস্থায় কিচ্ছু করবেন
না জাস্ট
রাউটার টা একবার অফ করে অন করুন বা রিস্টার্ট
দিন।
#৮ একাধিক রাউটারের ব্যবহার-
অনেক সময় এমন হয়, আপনার ফ্লোরের স্পেস
অনেক বড় আর
দুর্ভাগ্য বসতো আপনি যে রাউটারটি কিনেছেন
সেটি সম্পূর্ণ
ফ্লোর কভার করতে পারছে না যার ফলে আপনার
নেট স্পীড
অনেক কম আসছে। একটি কাজ করুন নতুন আরেকটি
বড় দেখে
রাউটার কিনুন বা ছোট আরেকটি রাউটার কিনে
সেটি ঘড়ের
আরেক কোনায় সেট করে নিন।
#৯ একই সিগন্যালের ডিভাইস থেকে দূরে রাখা-
মনে রাখবেন আপনার ঘড়ের কিছু কমন
ইলেক্ট্রনিক ডিভাইস
আছে জেগুলা ঠিক একই ২.৪ গিগাহার্জ
NewTopicBD.Com

4 thoughts on "১০ টি সেটিং জানলে আপনার ওয়াইফাই রাউটার দিবে সবথেকে ভালো স্পীট"

  1. jibon mia Contributor says:
    ভাই জিপি ফ্রি নেট ট্রিক
    থাকলে দিন প্লিজ ভাই।
    সবার সাথে শেয়ার করুন।,,
  2. zosimrana Contributor Post Creator says:
    hmmm korbo
  3. md shohug Contributor says:
    gp free trips den.
  4. Rana Contributor Post Creator says:
    newtopicbd.com ai domain ta sall dua hoba ku nela call now 01720425038

Leave a Reply