অাজ লিখতে বসলাম অনলাইনে বিভিন্ন জায়গায় অামরা দৈনিন্দ যে ভাবে প্রতারিত হচ্ছি ,সে বিষয়ের একাংশ নিয়ে একটি পোস্ট

উপরোক্ত ৩ টা কারন নিয়ে গত বছর অামিই পোস্ট করেছিলাম.
অনেকেই এগুলো জানেন
কিন্তু যারা জানেন না তাদের জন্য অামার অাজকের পোস্ট

Online এ জনপ্রিয় বিনেদন এর মধ্যে অন্যতম স্থানে রয়েছে Clash of Clans
অার ফেসবুকের মত Clash of Clans
ও হ্যাক করার জন্য ফিসিং সাইট ব্যাবহার করে থাকে

নানা রকম প্রলোভন দেখিয়ে লিংকে ঠুকিয়ে লগইন করিয়ে mail অার password লুটে নেয়.
ওপরের প্রতারকের পোস্টে যে লিংক অাছে ঐটায় গেলে কি অাসে চলুন দেখি

ঐ লিংকে গেলে এমন লগইন পেজ অাসবে ..
[ 1 চিহ্নিত তে ইমেইল ] দিতে বলা হয়েছে ও [২ চিহ্নিত ] স্থানে পাসওয়াড .
এগুলো দিয়ে get এ চাপলেই „অাপনার অাই ডি হ্যাক .. অার ঔ ইমেইল দিয়ে ফেসবুক খোলা থাকলে ফেসবুক id টা ও প্রতারক হ্যাকারের হতে

ফেসবুক হ্যাকিংয়ের অন্যতম মাধ্যাম ফিসিং সাইট.বিভিন্ন লোভ দেখিয়ে লিংকে প্রবেশ করিয়ে লগইন করিয়ে.পাসওয়ার্ড .ই-মেইল নিয়ে নেয় পরবর্তিতে প্রতারকরা টাকা চায় id ফিরিয়ে দেওয়ার জন্য

বর্তমান ফিসিং সাইট তৈরি করছে পেইড ডোমেন .com দিয়ে , যার ফলে অনেকেই প্রতারকের ফাদে পা দিয়ে ফেলছে অনিচ্ছাতেই, এবং বর্তমানের ফিসিং সাইট তৈরি করা হচ্ছে হুবুহু ফেসবুক লগইন পেজের মত করে, তার ফলে অনেকেই প্রতারনার শিকার হচ্ছে

ফ্রি ফেসবুক ব্যাবহার করতে নিচের লিংকে গিয়ে login করুন http://*********.com

অথবা স্কিনস্টের ছবি

ঐ লিংকে গেলে হুবুহু ফেসবুক লগইন পেজ

এবং লগইন করলেই আইডি হ্যাক হবে
.

তাছাড়া বর্তমানে অনেকে অ্যাপের তৈরি করে লগইন করতে বলছে. .সেটাও ফিসিং

বাংলাদেশের বাজারে samsung.iphone.sony ফোনের চাহিদা বাড়ার সাথে সাথে চলছে সেগুলোর কপি ফোন.
এই মাধ্যমে প্রতারিত হওয়ার টাকা পরিমানটা অনেক বেশি হয়ে দারায়

ক্লোন ফোনের ভিতরে ক্লোনের প্রতারনা অন্যতম তেমন একটি প্রতিষ্ঠান smart phone bd নামে ফেসবুক পেজ .
ফোনের তারা সরাসরি বিক্রি করে না.শুধু মাএ কুরিয়া সার্ভিসের মাধ্যমে .কারন সরাসরি ফোন বিক্রি করলে তাদের ধোকা বাজি ফাস হয়ে যাবে


কমদামে ভালো ব্যান্ডের ফোন

তাদের ক্লোন সেটের ফিচারে ১৬ মেগাপিক্রেল ক্যামেরা লিখা থাকলে ফোন কিনার পর দেখা যায় ২ MP এর চেয়েও খারাপ.

RAM ১ জিবি বলা হলেও shateit ও mx player ইনস্টল দিলেই মেমোরি ফুল…অথাৎ আর ইনস্টল দেওয়া যাবে না


আর ১ বছরের ওয়রেন্টি বলা হলেও
তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে ফোন পাঠাতে বলে. তবে তারা সার্ভিসিং করে ফোন ফেরত পাঠায় না

তারা ফেসবুকে প্রচার করে ব্যাবস্য চালায় কেউ প্রতারিত হওয়ার পর ওদের পেজে কমান্ড করলে .তাকে পেজ থেকে ব্যান/ব্লক করে দেয়

Clash of clain এর অাইডি এখন বিক্রি ও হয় ..

সমাজে খারাপ লোকের অভাব নেই .এই id বিক্রির সময় সরাসরি লেনদেন খুব কমই হয়… কথা ওহ ফেসবুকে টাকা লেনদেন হয়. বিকাশে

অার এই সূযোগে মন্দ প্রতারক ব্যাক্তি অাইডি নিবে বলে চেক করার জন্য কস চেয়ে .পাসওয়ার্ড বদলে নেই ..টাকা দূরের কথা বল্ক মারে…তাই সরাসরি লেনদেন উত্তম

বেচাকেনার মাধ্যম কে সহজ করে দিয়েছে অনলাইন মার্কেটপ্লেসের এই কস কম্পানি [ bikroy.com ekhanei.com]
অার এই গুলো তে কোন কিছু বিক্রির জন্য কথা হয় ফোনে অার পন্য লেনদেন ওহ সরাসরি টাকা লেনদেন ও হয় সরাসরি..

নিজের এলাকায় সবাই বাঘ…অার এখন bikoy.com থেকে কোন কিছু পছন্দ হলো এবং বিক্রেতাকে ক্রেতার এলাকায় ডেকে গহীন বা নির্জন স্থানে গিয়ে মেরে পন্যটি কেরে নিল…

এমনটা প্রায়ই হচ্ছে .অার এর উল্টো টাও হচ্ছে …

তাই সবাই লোকারন্য স্থানে লেনদেন করবেন

রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি অধিক সহজ হওয়ায়.কিছু প্রতারক এটার অপব্যাবহার করে মানুষকে প্রতারিত করছে

আমরা অনেকেই অনেক জায়গায় দেখি রবির ৫ জিবি/এত জিবি অফার.
উপরের ছবির মত হেড লাইন
কিন্তু অনেকেই নিতে গিয়ে প্রতারনার শিকার হয়েছি .

কারন হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করে ফেলি.
নিচের ছবিতে ১২১২ এর পরের রবি নাম্বার টুকু প্রতারকের

এই প্রতারকের পোস্টে বলা হয়েছে ১০০ টাকায় ৫ জিবি.
আর আপনি যদি ১০০ লিখে যে নাম্বার দেওয়া আছে সেটায় sent করেন তাহলে আপনার ফোন থেকে টাকা চলে যাবে প্রতারকের নাম্বারে.
১২১২ এর পরে নাম্বারটা প্রতারকের…

Online income জিনিসটা সবাই পছন্দ করে . অার পরিচিত কারো পোস্টে এমন অফার ৫ মিনিটে ৫০০ টাকা ইনকাম ..তাইলে তো কথায় নাই

উপরের মত টাকা ইনকামের পোস্ট দেখেছেন ..অার অনেকে বিশ্বাস ও করেছে কারন পরিচিত কেউ এমন পোস্ট পেস্ট করেছে টাইমলাইন বা কমান্ট বক্সে যা দেখে অাপনিও অনুপ্ররিত হয়ে লিংকে ঠুতে কাজ গুলো করে অাতেল সাজবেন…

লিংকে ঠুকলে বলা হবে কিছু কাজ করতো
:: ৩ টি পেজে লাইক দিতে হবে
:: বক্সের ট্রেক্স ২০ জায়গায় পেস্ট করতে হবে. .

অার অনেকে তাই করে এবং লাইক দেয় ও পোস্ট করে..পোস্টে লিখা দেখে সবাই বুঝবে অাপনি সত্যিই টাকা পাইছেন এমন ভাবেই চলতে থাকবে সবার সাথে…

সবাইকে ধন্যবাদ কস্ট করে পোস্ট পড়ার জন্য……
অামি কখনো কপি করিনি …অাপনারাও কপি থেকে বিরত থাকুন ..নিজে যা পারেন তা প্রকাশ করুন

ফেসবুকে অামি

ধন্যবাদ
.

26 thoughts on "অনলাইনে পরিচিত ৭ টি প্রতারনা নিয়ে বিস্তারিত টিউন BY K.H.Tonmoy {যারা সচেতন না এ বিষয়ে তাদের জন্য} না দেখলে মিস করবেন"

  1. Silent Killer Sumon Author says:
    সব গুলাই জানি।সবার খুব উপকার হবে ভাই।থ্যাক্স
  2. Md Khalid Author says:
    thanks for this post, aigulan bangali der chokhe thele thele dewa dorkar ,,,,,, bishesh kore tickbd er kichu user der, valo kaj dekhaile bole khub kosto,a r aishob kaj dekhaile bole khub sohoj….
  3. Tonmoy Author Post Creator says:
    jara Jane na tader jonno vai…

    welcome

    1. Reja BD Author says:
      খোব সুন্দর একটি সাজেশন পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক কিছু আমিও জানতামনা, আজ আপনার এই দেখে যেনে নিলাম।

      আমার ফেইসবুক এড টি কনফ্রাম করুন।
      Fb.Com/RejaRox

  4. SOFIKUL Islam Contributor says:
    Thanks. apni keno post Korean na?apnar post khub valo lage.
    1. Tonmoy Author Post Creator says:
      মাঝে মাঝে পোস্ট করি..
  5. RipoN Contributor says:
    very good post
    1. Tonmoy Author Post Creator says:
      অাপনাকেও ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য
  6. Tasnim Author says:
    তন্ময় ভাই আপনি এসেছেন
    welcome
    আজব বাঙ্গালী এসব বুঝেনা
    1. Tonmoy Author Post Creator says:
      hmmm
  7. Yasin Author says:
    খুব সুন্দর টিউন!!!
    1. Tonmoy Author Post Creator says:
      tnx bro
  8. Shadhin Author says:
    সুন্দর পোষ্ট… 🙂
    1. Tonmoy Author Post Creator says:
      ধন্যবাদ
  9. Net Boy Amir Subscriber says:
    Tnx for share….
  10. Shishir Contributor says:
    nice post
    ei post er link ti sobai bivinno groupe seyar koren
  11. ভাল পোস্ট 🙂
    ধন্যনাদ ভাই 🙂
  12. Prince Sohag Author says:
    খুব দরকারি পোস্ট ধন্যবাদ।
  13. IA Imon Contributor says:
    দারুণ পোষ্ট,যদিও সব জানা,তবুও চরম লাগলো।
  14. Mahedi clasher Contributor says:
    apnar fb link ta secure naki
  15. জাজাকাল্লাহ
  16. md shojib Contributor says:
    tax vai sahajjo korar jonno
    1. Jatanpaul Contributor says:
      ge te *566*22# minter mead baranur tune ta karo kase takle plz share koren?

Leave a Reply