আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। এবং আমার জন্য দোয়া করবেন…….

↓↓
↓↓
সিম কার্ড এ জিনিস থাকে দুইটা।
IMSI নাম্বার আর MSISDN নাম্বার।
MSIDN টা অপারেটর Assign কইরা দেয়।
এই দুইটা জিনিস সাথে কিছু ইনফো যেমন আপনার সিমটা কল করতে পারবো কিনা,
মেসেজ পাঠাইতে পারবো কিনা,
দেশের বাইরে আইএসডি কল করতে পারবো কিনা,
কল ফরোয়ার্ড.
ডাইভার্ট হাবিজাবি করতে পারবো কিনা ইত্যাদি

HLR নামের একটা ফাইলে আপ্লোডানো থাকে।
এই ফাইলগুলা আবার তিনটা ফাইলে ভাগ করা থাকে,
1 মাষ্টার ফাইল,
2.ডেডিকেটেড ফাইল,
3.এলিমেন্টরী ফাইল।

তার মধ্যে এলিমেন্টরী ফাইল সব ধরনের ফরম্যাটেড ডাটা একটা সিকোয়েন্স রাখে যা ফিজিক্যালী অ্যাক্সেস করতে হবে।

আর টাকা পয়সা রিলেটেড সব ইনফো থাকে IN সিস্টেম এ।

উদাহরন হিসেবে রবিতে এইটারে বলে OCS. [h2]

এখন HLR আর OCS দুইটাই প্রথম লাইনের IMSI আর MSISDN এর খবর জানে।

যেই ব্যাটায় সিম ক্লোনিং করবো তার এই দুইটাই জানা লাগবো।

কল করার সময় আবার IMSI কে ডিরেক্ট নেটওয়ার্কেও পাঠানো হয় না,

TMSI নামের একটা জিনিস পাঠানো হয়।
তাই এটা কল টাইমে ভায়া নেটওয়ার্ক পাওয়া অসম্ভব।
IMSI জানতে হলে তারে HLR এ এক্সেস করে IMSI বের করতে হইবো।

সেটা করতে গেলে পুরো সেল ফোন অপারেটর এর নেটওয়ার্ক ব্রীচ করতে হবে হ্যাকিং এর মাধ্যমে।

এজন্য যত দামী যন্ত্রপাতি লাগে তা সাধারন কারো সংগ্রহ করা অসম্ভব ব্যাপার।

ন্যাশনাল ট্রেজার মুভিটা অনেকেই দেখেছেন।

সেখানে নায়ক নিকোলাস কেজের বাবার সিম ক্লোনিং করে ভিলেন।

তবে সেই হলিউডি মুভিতেও ক্লোনিং সম্ভব হয় নায়কের বাপরে ডান্ডা মাইরা অজ্ঞান করার পর,তার সিম থেকে ডাটা কপি করে।

তাকে মিসড কল দিয়ে রা কল ব্যাক করার মাধ্যমে ক্লোনিং দেখানো হলে সেটা হতো পুরা হাস্যকর একটা ব্যাপার।

আপনার সিমটা কারো হাতে গেলেই তা ক্লোন করা সম্ভব।

কিন্তু সিমটা তার হাতে যদি চলেই গেলো তবে কি ক্লোনিং এর খুব বেশি দরকার আছে?

সারমর্ম হইলো এইটা একটা থিওরেটিক্যাল ব্যাপার। সিম ক্লোনিং ইম্পসিবল।

তাই এই নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

[h2] তবে ভবিষ্যতে যদি সত্যিই এরকম কোন ধরনের আক্রমনের পন্থা তৈরি হয় তাহলে অবশ্যই এর থেকে বাঁচার পদ্ধতি সহ বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।

দেশের মানুষকে অন্যায় ভাবে সাইবার আক্রমন থেকে রক্ষা পাবার জন্য এবং আমাদের সাইবার স্পেসকে শক্তিশালী করার লক্ষে “সাইবার ৭১” কাজ করে যাচ্ছে, এবং যাবে…

আপনাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন সব পোস্ট করি,, এই পোস্ট আর কোথাও পাবেন না!


9 thoughts on "[NEW POST] হ্যাকাররা আমাদের অজানতে করছে আমাদের সিম ক্লোন!!! সিম ক্লোনিং থেকে মুক্তির উপায়! by [jubaer hasan Raj]"

    1. jubaer hasan Subscriber Post Creator says:
      thankes
  1. jubaer hasan Subscriber Post Creator says:
    thanks…. for…comment
    1. jubaer hasan Subscriber Post Creator says:
      thanks
  2. AsifAkbar420 Contributor says:
    আমার একটা সিমে বিদেশ থেকে কল দিয়ে বলে আপনি কেবলি কল দিলেন আমি এখন কি করবো।কিন্তু আমি কল দিয় না। বাচার উপায় কি পিলিছ হেল্প করেন
    1. jubaer hasan Subscriber Post Creator says:
      black list kory din
  3. sumon masud Contributor says:
    ধন্যবাদ ভাই

Leave a Reply