আপনারা কেমন আছেন।আমি ভালই আছি।পবিত্র ঈদ এর শুভেচ্ছা রইল ট্রিকবিডি সকল সদস্যদের প্রতি।

রানা নাসিরের পরিক্ষা শেষ হয় না।আবার এদের ছাড়া আমাদের চলেনা।ট্রিকবিডিতে আসতেই হয়।আবশ্য এই টিউন আপনাদের মাঝে পৌছে দিতে তারাই সবার আগে প্রাধান্য পাবে।
যাইহোক বকবক বেশী না করি কাজে লেগে যাই।আর টিউনটি পড়ার পর কমেন্ট মাস্ট করতেই হবে।আর যদি কিছু জানার থাকে বলবেন আমি সেয়ার করব।

আজ শুধু শেখাব কিভাবে মজিলা ফায়ারফক্স এর SAVE/সেভ করা পাসোয়ার্ড দেখা যায়।

১.মেনু বারে গিয়ে “Tools” এ ক্লিক করেন।
২.এরপর Select Options এ যান।
৩.এবার দেখবেন একটি window ওপেন হবে।সেখানে “security” তে ক্লিক করেন।
৪.এবার আপনি দেখতে পারবেন “saved Passwords” নামে একটি বাটন।(না বুঝলে নিচের চিত্র দেখুন)

৫.ওই “saved Passwords” ক্লিক করুন।
৬.এবার একটি window ওপেন হয়েছে যেখানে আপনি অনেকগুলা সাইট ও ইউজার নেম আছে।
৭.এবার “show Password” এ ক্লিক করলে সবকিছু পরিষ্কার দেখতে পাবেন।

বিশেষ ঘোষনা:- এই যে আপনি এর দ্বারা সাইবার ক্যাফে তে হামলা চালাতে পারেন।
বি দ্র:- এতে আমি দায়ি থাকিব না।আর ভুল হলে ক্ষমা করবেন।

শেষ এবার ঈদের সেলামী দেন।আর হ্যা কোনো কিছু জানার কৌতুহল থাকলে বলবেন।

আমার_ফেসবুক_পেজ

One thought on "মজিলা ফায়ারফক্স এর SAVE/সেভ করা পাসোয়ার্ড দেখুন।"

  1. abir Author says:
    Jodi Jana chilo tnx

Leave a Reply