নাস্তিকরা প্রশ্ন করে থাকে যে,
আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে?

উত্তরঃ

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি
করেছেন। সব কিছুর স্রষ্টা যিনি তাকে
আবার কে সৃষ্টি করবে? এটাতো
বোকামীসূলভ প্রশ্ন। কারণ সৃষ্টি জগতে
যা কিছু আছে সবই আল্লাহ তাআলাই
সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর স্রষ্টা
যখন, তখন তার আগেতো কেউ নেই।
তাহলে তাঁকে কেউ সৃষ্টি করবে
কিভাবে? তাকে সৃষ্টির প্রশ্ন
করাটাইতো অবান্তর প্রশ্ন।

আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা

ﺳَﺒِّﺢِ ﺍﺳْﻢَ ﺭَﺑِّﻚَ ﺍﻟْﺄَﻋْﻠَﻰ ‏[ ٨٧ : ١ ‏]ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻖَ ﻓَﺴَﻮَّﻯٰ ‏[ ٨٧ : ٢ ‏] ﻭَﺍﻟَّﺬِﻱ
ﻗَﺪَّﺭَ ﻓَﻬَﺪَﻯٰ ‏[ ٨٧ : ٣
আপনি আপনার মহান পালনকর্তার
নামের পবিত্রতা বর্ণনা করুন। যিনি
সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ
প্রদর্শন করেছেন। {সূরা আলা-১-৩}
ﻭَﺗَﺮَﻯ ﺍﻟْﺠِﺒَﺎﻝَ ﺗَﺤْﺴَﺒُﻬَﺎ ﺟَﺎﻣِﺪَﺓً ﻭَﻫِﻲَ ﺗَﻤُﺮُّ ﻣَﺮَّ ﺍﻟﺴَّﺤَﺎﺏِ ۚ ﺻُﻨْﻊَ
ﺍﻟﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺗْﻘَﻦَ ﻛُﻞَّ ﺷَﻲْﺀٍ ۚ ﺇِﻧَّﻪُ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﺗَﻔْﻌَﻠُﻮﻥَ ‏[ ٢٧ : ٨٨
তুমি পর্বতমালাকে দেখে অচল মনে
কর,অথচ সেদিন এগুলো মেঘমালার মত
চলমান হবে। এটা আল্লাহর
কারিগরী,যিনি সবকিছুকে করেছেন
সুসংহত। তোমরা যা কিছু করছ,তিনি তা
অবগত আছেন। {সূরা আননমল-৮৮}
ﻗَﺎﻝَ ﺭَﺑُّﻨَﺎ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻋْﻄَﻰٰ ﻛُﻞَّ ﺷَﻲْﺀٍ ﺧَﻠْﻘَﻪُ ﺛُﻢَّ ﻫَﺪَﻯٰ ‏[ ٢٠: ٥٠
মূসা বললেনঃ আমাদের পালনকর্তা
তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার
যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর
পথপ্রদর্শন করেছেন। {সূরা ত্বহা-৫০}

আল্লাহ তাআলাকে কে সৃষ্টি
করেছেন? প্রশ্নটি স্ববিরোধী প্রশ্ন

আল্লাহ তাআলা স্রষ্টা। যিনি স্রষ্টা
তিনি যদি সৃষ্টি হন, তাহলে মৌলিক
স্রষ্টাতো আর তিনি বাকিই থাকেন
না। কারণ তখন তাঁকে যিনি সৃষ্টি
করেছেন তিনি হয়ে যাচ্ছেন মূল
স্রষ্টা। এক্ষেত্রেতো আল্লাহ তাআলা
মূল স্রষ্টা হিসেবে আর বাকি থাকবেন
না। তাই আল্লাহ তাআলাকে স্রষ্টা
মানার পর তাঁর স্রষ্টা কে? এ প্রশ্ন
করাটাই অযৌক্তিক ও বোকামী।
এছাড়া এ প্রশ্ন করার দ্বারা
ক্রমান্বয়িক অসীম প্রশ্নধারার পথ
খোলা হয়। যার কোন শেষ কোনদিন
হবে না। কারণ যদি বলা হয় যে,
আল্লাহর স্রষ্টা ওমুক [নাউজুবিল্লাহ]।
তাহলে আবার প্রশ্ন হবে- ওমুকের স্রষ্টা
কে? যদি কারো নাম উচ্চারণ করা হয়,
তাহলে আবার প্রশ্ন আসবে- ওমুকের
স্রষ্টা কে? এভাবে ক্রমধারায় অসীম
প্রশ্নের দ্বার উন্মোচিত হবে। যার কোন
সীমা-পরিসীমা আর বাকি থাকবে
না। চলতেই থাকবে এ প্রশ্ন। তাই এরকম
প্রশ্ন অযৌক্তিক ও বোকামীসূলভ প্রশ্ন।

এ প্রশ্নটি শয়তানের প্রশ্ন

ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ‏( ﻳﺄﺗﻲ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺃﺣﺪﻛﻢ ﻓﻴﻘﻮﻝ ﻣﻦ ﺧﻠﻖ ﻛﺬﺍ
ﻣﻦ ﺧﻠﻖ ﻛﺬﺍ ﺣﺘﻰ ﻳﻘﻮﻝ ﻣﻦ ﺧﻠﻖ ﺭﺑﻚ ؟ ﻓﺈﺫﺍ ﺑﻠﻐﻪ
ﻓﻠﻴﺴﺘﻌﺬ ﺑﺎﻟﻠﻪ ﻭﻟﻴﻨﺘﻪ
হযতর আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ
করেছেনঃ তোমাদের কারো কাছে
শয়তান আসতে পারে, এবং সে বলতে
পারে যে, এ বস্তু কে সৃষ্টি করেছে? ঐ
বস্তু কে সৃষ্টি করেছে? এরূপ প্রশ্ন করতে
করতে শেষ পর্যন্ত বলে বসবে,
তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি
করেছে? যখন বিষয়টি এ পর্যায়ে

পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই
আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত
থাকে। {সহীহ বুখারী, হাদীস নং-৩১০২,
সহীহ মুসলিম, হাদীস নং-৩৬২, মুসনাদে
আবী আওয়ানা, হাদীস নং-২৩৬}
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻋﻦ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻗﺎﻝ : ﺇﻥ
ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﻳﺄﺗﻲ ﺃﺣﺪﻛﻢ ﻓﻴﻘﻮﻝ : ﻣﻦ ﺧﻠﻖ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ؟
ﻓﻴﻘﻮﻝ : ﺍﻟﻠﻪ ﻓﻴﻘﻮﻝ : ﻣﻦ ﺧﻠﻖ ﺍﻷﺭﺽ ؟ ﻓﻴﻘﻮﻝ : ﺍﻟﻠﻪ
ﻓﻴﻘﻮﻝ : ﻣﻦ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ؟ ﻓﺈﺫﺍ ﻛﺎﻥ ﺫﻟﻚ ﻓﻠﻴﻘﻞ : ﺁﻣﻨﺖ ﺑﺎﻟﻠﻪ
ﻭﺭﺳﻠﻪ
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল
সাঃ ইরশাদ করেছেনঃ তোমাদের
কারো কাছে শয়তান এসে বলতে
পারে- আসমানসমূহ কে সৃষ্টি করেছে?
সে বলবে, আল্লাহ। তারপর শয়তান প্রশ্ন
করবে- জমীন কে সৃষ্টি করেছে?
জবাবে সে বলবে-আল্লাহ তাআলা।
তারপর শয়তান বলবে- আল্লাহকে কে
সৃষ্টি করেছে? যখন বিষয়টি এ পর্যন্ত
এসে যাবে তাহলে বলবে- আমি
আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছি।
{মুসনাদে আবী ইয়ালা, হাদীস
নং-৪৭০৪, মুসনাদে আহমাদ বিন হাম্বল,
হাদীস নং-২১৯১৬, মুসনাদে আব্দ বিন
হুমাইদ,হাদীস নং-২১৫, আলমুজামুল
কাবীর, হাদীস নং-৩৭১৯}

এরকম আরো ইসলামিক টিপস পেতে TrickMax.com ভিজিট করুন

28 thoughts on "আল্লাহ তায়ালাকে কে সৃষ্টি করেছে?"

    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @Aray
  1. Rashed Khan Contributor says:
    খুব ভাল লাগল
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Welcome @Rashed Khan
  2. SM MoniR Contributor says:
    রানা ভাই প্লিজ আমার টিউনগুলো একবার দেখুন। এতদিন সবাইকে তো টিউনারশিপ দিলেন আমাকে একবার দিয়ে দেখুন ভাই জান প্রান দিয়ে ভালো কিছু করবো ভাই।
    1. Rashed Khan Contributor says:
      তুই একসময় ট্রিকবিডির টিউনার ছিলি Monir650 নামে। স্মাম করার জন্য রানা ভাই তোকে টিউনার থেকে হাঠায়ছে। তুই আবার টিউনার হওয়ার জন্য কানতাছিস কেন?? রানা ভাই ট্রিকবিডিকে বাঁচাতে চাইলে একে কখনো টিউনার করবেন না।
    2. SM MoniR Contributor says:
      ভাই ভালো করে না জেনে অন্যর জন্য এসব খারাপ মন্তব্য করবেন না, আমি monir650 এটা চিনি না। আপনি আপনার পরিবারের সবার সবার মান নিচে নামাচ্ছেন
    3. Rashed Khan Contributor says:
      Monir650 টিউনার হওয়ার জন্য যেভাবে কাঁদত তুইও সেভাবে কাঁদিস।
  3. imdsuzon Subscriber says:
    Rana vai PLEASE review my tune and make tuner at trickbd
  4. yasir210 Contributor says:
    very good post
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @yasir210
  5. MD SHAWON Author says:
    Change the title
  6. JusT FarDiN Contributor says:
    title e ektu problem ase…..r post ta khub kharap na
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @arafat555333444
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx @Md Fahim
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      wc @raihan377
  7. rupok12 Contributor says:
    ভেরি গুড পোস্ট,খুব সুন্দর করে সব কিছু তুলে ধরেছেন।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      ধন্যবাদ @rupok12
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Tnx @Anamul hoque bijoy
  8. Roar vai Author says:
    Nice……+ Khub valo post
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @Roar vai
  9. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    welcome @RS NIROB

Leave a Reply