প্রশ্ন : আমার ভালো নাম ফরিদ আহমেদ
খান এবং ডাকনাম মানিক। আমার এই
ডাকনাম নিয়ে অনেক মানুষ মজা করে।
আমি জানতে চাই, একজন মুসলমান যদি
অন্য কোনো মুসলমানের নাম নিয়ে
মজা বা বিদ্রূপ করে, তাহলে ইসলামে
এটা কোন ধরনের পাপ? দয়া করে
জানাবেন?.

উত্তর : নাম নিয়ে যদি ঠাট্টা-বিদ্রূপ
কেউ করে থাকে, তাহলে এটি হারাম;
কোনো সন্দেহ নেই। এটা বড় ধরনের
গুনাহর কাজ। আল্লাহ সুবানাহুতায়ালা
কোরআনের মধ্যে নিষেধ করেছেন
যে, ‘তোমরা তোমাদের নাম, উপাধি

এগুলো নিয়ে কাউকে বিদ্রূপ করো না,
দুর্ব্যবহার করো না।’ এগুলো নিয়ে
আপনি যে বলছেন নাম নিয়ে মজা
করা, এগুলো কোনো ভালো কাজ নয়।

আবার এ নিয়ে আল্লাহ
সুবানাহুতায়ালা আরো বলেছেন,
‘ইমানদার ব্যক্তিদের ইমান আনার পরেই
এই কাজ অত্যন্ত নিকৃষ্টতম ফাসেকি
কাজ।’

তাহলে বোঝা যাচ্ছে যে, এটি
একেবারেই ফাসেকি কাজ, গর্হিত
কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে এটি পছন্দনীয় কাজ নয়।..

তাই লাকব, নাম ইত্যাদি নিয়ে
ঠাট্টা-বিদ্রূপ করা জায়েজ নেই। এটি
হারাম। আর মানুষকে আহত করার মতো
কাজ তো ইসলামে অনুমোদন পেতেই
পারে না।

ইন্টারনেটের যেকোন সমস্যা সমাধানে জন্য যোগাযোগ
fb.com/merouf

or number

01725975667

One thought on "কারো নাম নিয়ে বিদ্রূপ করা কী ধরনের পাপ?"

  1. Khalid Author says:
    surah al Huzurat —– ayat soho ullekh korle valo hoy oneke nioje pore nite pare……… thank you very much Islamic post lekhar jonno.

Leave a Reply