بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

In the name of Allah, The Beneficent, The Merciful.

মহান আল্লাহর নামে, তার নামে যিনি রহমান ও রহিম

———————————–[ Surah al kahaf ]—————————————————-

 

 

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا      (7

আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।

That which is on earth we have made but as a glittering show for the earth, in order that We may test them – as to which of them are best in conduct.

 

وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا         (8

এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।

Verily what is on earth we shall make but as dust and dry soil (without growth or herbage). ———————————————————————————————————-

জুম্মাহর আমল সমূহ:

১. সূরা কাহাফ তেলাওয়াত করা. ২. নখ কাটা, ৩. মেসওয়াক করা, ৪. জুম্মাহর নিয়তে গোসল করা, ৫.উত্তম কাপড়টি পরা,৬. সুরমা ব্যবহার করা, ৭. আতর / সুগন্ধি ব্যবহার করা, ৮. পেয়াজ রসুন না খাওয়া, ৯. পায়ে হেটে মসজিদে যাওয়া, ১০. ইমামের নিকটে বসা.

 

One thought on "জুম্মাহর আমল -4 – Jummah Amal –4"

  1. Sujoy Mondal Author says:
    ভাই কিভাবে ট্রেইনার রিকুয়েস্ট পাঠাব।

Leave a Reply