image_037

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

In the name of Allah, The Beneficent, The Merciful.

মহান আল্লাহর নামে, তার নামে যিনি রহমান ও রহিম

———————————[ Surah Al kahaf ]——————————————————

 

 

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا         (30

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।

As to those who believe and work righteousness, verily We shall not suffer to perish the reward of any who do a (single) righteous deed.

 

 

أُوْلَئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا       (31

তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ-কংকনে অলংকৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপর পরিধান করবে এমতাবস্থায় যে, তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়।

For them will be Gardens of Eternity; beneath them rivers will flow; they will be adorned therein with bracelets of gold, and they will wear green garments of fine silk and heavy brocade: They will recline therein on raised thrones. How good the recompense! How beautiful a couch to recline on! ———————————————————————————————————-

জুম্মাহর আমল সমূহ:

১. সূরা কাহাফ তেলাওয়াত করা. ২. নখ কাটা, ৩. মেসওয়াক করা, ৪. জুম্মাহর নিয়তে গোসল করা, ৫.উত্তম কাপড়টি পরা,৬. সুরমা ব্যবহার করা, ৭. আতর / সুগন্ধি ব্যবহার করা, ৮. পেয়াজ রসুন না খাওয়া, ৯. পায়ে হেটে মসজিদে যাওয়া, ১০. ইমামের নিকটে বসা.

————————————————————————————————-

JUmmahr Amal (should to do)

————————————————————————————————-

  1. Cut nails. 2. Have gusul /bath and weare perfume.  3. do clerk , 4.  Reading surah Al Kahaf.  5. sending a lot of blessing to Prophets, 6. avoid onion and  Garlic. 7.  weare best dress of yours.  ( not best of market)   8. Go for salat / prayer at 1st moment of Azan.  9. Seat near of Imam.

 

2 thoughts on "জুম্মাহর আমল – 18- Jummah Amal –18"

  1. azizulhaque Contributor says:
    Rana vai please see my post and publish it.

Leave a Reply