১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি
১. আল্লাহর সাথে হিল্লাও লাগে।
২. তোর মুখে ফুল চন্দন পড়ুক।
( ফুল চন্দন হিন্দুদের পুজা করার সামগ্রী)
৩. কস্ট করলে কেস্ট মেলে
( কেস্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জণ্য কস্ট করছেন?)
৪. মহভারত কি অশুদ্ধ হয়ে গেল?
( মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)
৫। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
( এটি ইসলামের নামে কটূউক্তি করা)
৬। লক্ষী ছেলে, লক্ষী মেয়ে, লক্ষী স্ত্রী বলা।
( হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী। তাই ইসলামে এটি হারাম)
৭। কোন ঔষধকে জীবন রক্ষকারী বলা।
( জন্ম- মৃত্য একমাত্র আল্লাহর হাতে)
৮। দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।

( এর অর্থ রাজাদের রাজাধীকার)
৯। নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলশি পাতা বলা।
( হিন্দুদের পুজাতেে তুুুলশি পাতা ব্যবহার করা হয়। তারা তুলশি পাতাকে পবিত্র মনে করেে।

১০। ইয়া খাজাবাবা, ইয়া গাঊস, ইয়া কুতুব ইত্যাদি বলা।
( এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)
১১। ইয়া আলি, ইয়া রাসুল (সাঃ) বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা (আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য চাওয়া শির্ক)
১২। বিসমিল্লায় গলদ বলা।
( এটি সরাসরি কুফরি)
১৩। মৃত্যুর সাথে পাঞ্জালড়া বলা।
( কুফরি বাক্য, সাবধান। )
১৪। মধ্যযুগি বর্বরতা বলা।
( মধ্যযুগ ইসলামের সর্ণযুগ)
১৫। মন ঠিক থাকলে পর্দা লাগে না।
( ইসলাম ধংসকারী মতবাদ)
১৬। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা।
( ইসলাম থেকে বের করার মূলনিতী। )

 

এই গুলি অজ্ঞতার কারনে হয়ে থাকে। হে মুসলিম উম্মাহ আসুন আমরা নিজে অতপর নিজের পরিবারকে সচেতন করি, তাদের মাঝে এই গুলি প্রচার করি, আর কত দিন এই অজ্ঞতায় পড়ে থাকবো?

 

আসুন না একজন আরেকজন কে সচেতন করার জন্য উৎসাহ দেই,
এই বাক্য গুলি আপনি যে কোন ভাবে প্রচার করুন।

 

আপনার একটি শেয়ারে কত মানুষ এই কুফরি বাক্য জানতে পারবে তা কি ভাবা যায়?
জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রিদিতান দান করুন। আমিন।

সুস্থ সংস্কৃতির, সচ্ছ ব্যবহার।
প্রকাশিত ও প্রচারেঃFuturebd24.Com
Plz Visit Vai…

8 thoughts on "১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি সাবধান"

  1. OMAR SHARIF Author says:
    কস্ট করে লিখার জন্য ধন্যবাদ। তবে বিস্তারিত দিলে ভাল হত,,যেমন কেন কুফুরি এর ফলাফল,ইত্যাদি
  2. Md Khalid Author says:
    হায় হায়, বহুত বহুত ধন্যবাদ এরকম পোস্টের জযবাদাল্লাহ আপনার সহায় হৌন। আরোও লিখুন ভাই………………………………। আর কিছু কথা নিয়ে দ্বিমত আছে কিন্তু যা বলেছেন @ ঘাড়ে পড়তে পারে। ১০ এর পরের গুলো, আমিও কিছু লিখেছিলাম একটি বড় করে। যাহোক তাই এটা পড়ুন একবার , ইনশাল্লাহ ভালো লাগবে, অনেকের উপকার হবে ।
    লিংক =
    trickbd.com/lifestyle/315554
    1. Md Khalid Author says:
      eikhane banan er vul holeO arabik ekta word hoye geche jar meaning tao valo :D, allah apnake jojba dan korun hoye geche 😀
  3. Md Khalid Author says:
    [Edited] হায় হায়, বহুত বহুত ধন্যবাদ এরকম পোস্টের জাঝাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার সহায় হউন। আরোও লিখুন ভাই………………………………। আর কিছু কথা নিয়ে দ্বিমত আছে কিন্তু যা বলেছেন @ ঘাড়ে পড়তে পারে। ১০ এর পরের গুলো, আমিও কিছু লিখেছিলাম একটি বড় করে। যাহোক তাই এটা পড়ুন একবার , ইনশাল্লাহ ভালো লাগবে, অনেকের উপকার হবে ।
    লিংক =
    trickbd.com/lifestyle/315554
  4. Mahbub Pathan Author says:
    হুম! ঠিক বলেছেন। আসলেই অজান্তে এইসব কুফুরিগুলো করতেছি।
  5. mdAsraf Contributor says:
    জাযাকাল্লাহু খাইর
  6. HR Habibur Author says:
    ভাই আমি ত লক্ষি বাংলা অর্থ হিসাবেও বলতে পারি। যেটার অর্থ ভালো।

Leave a Reply