10556225_888153101295634_7544302530883919309_n৯০ ভাগ মুসলমানের দেশের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ রাষ্ট্রধর্ম ইসলাম সরিয়ে ফেলার উদ্যোগের দুঃসাহস দেখানোর মত সাহস পায় ওরা, তারপর ও আমরা চুপ?

আল্লাহ তা’আলা কুরআনুল কারীমের সূরা আল-ইমরানে ১৯ নাম্বার
আয়াতে ঘোষনা করেছেন, আমার নিকট একমাত্র গ্রহনযোগ্য দ্বীন হচ্ছে ‘ইসলাম ‘।
মহান আল্লাহর সেইদ্বীনকেই যখন সংবিধান থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, আর আপনি-আমি চুপচাপ সেই ক্রিকেট খেলায় বাস্ত বা কোনরূপ প্রতিক্রিয়াই নেই, এর পরও নিজেকে মুসলমান পরিচয় দেওয়া, গর্বের সহীত বলা আমি একজন মুসলমান, কতটা যুক্তি সঙ্গত প্রশ্ন রেখে গেলাম?
আর সেই কুলাঙ্গার দের বলছি, ইসলাম ছিলো আছে থাকবে, তুই ভেনিস হয়ে যাবি পদতলে টোডে অর টোমুরো ইন শা আল্লাহ, খালি সময়ের অপেক্ষা মাত্র,ইতিহাস এইটা ই সাক্ষি দেয় “ইসলাম আছে ছিলো থাকবে”

 

আপনাদের আমার সাইটে আমন্ত্রণ রইল প্লিজ একবার হইলেও ঘুরে আসবেন ।

4 thoughts on "রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে ,থাকবে।"

  1. mdmonnap Contributor says:
    অব্যশই ইসলাম থাকবে, যারা সরিয়ে দিতে আসবে তারাই থাকবে না
    1. JIHAD KHAN Author Post Creator says:
      hmm
  2. tamimhasan Contributor says:
    আর কিছু থাক না থাক এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই।
    1. JIHAD KHAN Author Post Creator says:
      একমত

Leave a Reply