আসসালামু আলাইকুম….. প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা…. আজ একটি সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করবো। হ্যা, এটা আসলেই সামাজিক রোগ বা ব্যাধি। আগে না দেখলে পর্ব – ১পর্ব -২ কস্ট করে দেখে নিবেন।

ঈদ এলে আমাদের মুসলিম দের যাকাত দেয়া ফরজ।যাকাতের মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন।
== কিন্তু আমরা যা করি তাতে দারিদ্রতা বিমোচন হয়না। কারন আমরা সবাইকে শাড়ি আর লুঙ্গি দেই। কিন্তু যাকে দিলাম তার শাড়ি লুঙ্গি নাও লাগতে পারে। অথচ টাকা দিলে সে যা দরকার তা কিনে নিতে পারতো, তাইনা?

এভাবে অনেকেই যাকাত দেয় অথচ মানবতা বর্জন করে গরিবদের দেয়া হয় ছেঁড়া টাকা অথবা নিম্ন মানের শাড়ি লুঙ্গি।….. কেনো???

======== গরিবদের কি ঈদ নেই? তাদের কি ছেড়া শাড়ি আর লুঙ্গি না দিয়ে টাকা দেয়া যায়না? নাকি তারা টাকা গুনতে পারেনা?

শাড়ি ও লুঙ্গি দিলেও কি ভালো গুলা দেয়া যায়না? নাকি তারা পড়তে জানেনা? তাদের শরীরের চামড়া আবর্জনা দিয়ে তৈরি?…..

হাস্যকর বিষয় হলো – এটা আবার ছবি ও উঠায়,  ভিডিও করে। কি জানি দিচ্ছে!!!

♦ আমরা কি দিই? ছেড়া টাকাটা আগে দিয়ে ভালো টাকাটা রেখে দেই অথবা পরে দেই।

♦ আরো কি করি? যে শাড়ি আর লুঙ্গি দেই তা নিজেরা জীবনেও পড়িনা। এত ঘৃনা করি, আর যাদের দেই তাদেরও ঘৃনা করি। ওহহহ!!

♥ আসুন দেখি এই বিষয়ে ইসলাম কি বলে।
১. সব সময় ভালোটা দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সে ততক্ষন মুমিন হতে পারবেনা যতক্ষন না সে নিজের জন্যে যা পছন্দ করে, অপরের জন্যেও তাই পছন্দ করে।“ (আল হাদিস, সহিহ বুখারী)

২. বিদায় হাজ্জের ভাষনে রাসুলুল্লাহ (সঃ) বলেছেন — “তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তাই পরাবে“

৩. আল্লাহ্‌ রাব্বুল আলামিন বলেছেন —- “তোমরা এমন কিছু দান করে থাকো যা তোমাদের দিতে গেলে চোখ বন্ধ না করে নাও না।“
অর্থাৎ ঘৃনা করো।

তাই আসুন … আমরা মানুষদের মানুষ মনে করতে চেষ্টা করি। গরিবদের ২-৫ টাকা বেশি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি, দারিদ্র বিমোচনে ভূমিকা রাখি।….

6 thoughts on "ঈদ ঊল ফিতর ও আমাদের নিচু মানুষিকতা – (শেষ পর্ব)"

  1. Anind0 Contributor says:
    দুই নং কথাটা রাসূল (সাঃ) কাজের লোকদের সম্পর্কে বলেছেন৷ যাকাত প্রসংগে বলেন নাই৷ যাই হোক পোষ্টটা ভাল হয়েছে৷ ধন্যবাদ ৷
    1. Khalid Author Post Creator says:
      ঠিক আছে। সরি আমি এটা ব্যাখ্যা করিনি। ধন্যবাদ। আমি এটা এজন্য এনেছি যে সেইটাও “দান”। আর দানের ব্যাপারে নিজেরা যা খাই পরি পছন্দ করি এমনের ভেতরেই আর সেরা টা দিতে হবে। জাযাকাল্লাহ খাইর।।
  2. Anind0 Contributor says:
    jakat to dan na vi.eta goriber hok
    1. Khalid Author Post Creator says:
      Yessds! Amio etai bolechi… thank you! Bujhe newar jonne
    2. Khalid Author Post Creator says:
      ♦ Daan na bole kharap ta dewa jabena. Valota dite hobe. Ar daan 3 prokar. Eta jante hobe. 1. Nisshorto daan. 2. Gift daan. 3. Heba daan. . Ekoi monee hobe but egulor alada definition ache annd vaag o ache.

Leave a Reply