নামাজী ব্যক্তিকে এই ধরণের সেন্ট ব্যবহার থেকে বিরত থাকা ভালো কারণ যে সব সেন্টে এ্যালকোহল যুক্ত থাকে তা
ফেরেশতাদের জন্য কষ্টকর। 😀

আমরা অনেক ধরণে সুগদ্ধি ব্যবহার করে থাকি।
  • এর মাঝে এমন কিছু সেন্টও আছে যার ৬০
    থেকে ৯০ পযর্ন্ত এ্যালকোহল থাকে। এই সেন্ট
    ব্যবহার করা এবং এই সেন্ট ব্যবহার করে কী
    নামাজ হবে?
  • নামাজী ব্যক্তিকে এই ধরণের সেন্ট ব্যবহার
    থেকে বিরত থাকা ভালো কারণ যে সব
    সেন্টে এ্যালকোহল যুক্ত থাকে তা
    ফেরেশতাদের জন্য কষ্টকর।
  • এ্যালকোহল যদি আঙ্গুর কিংবা খেজুর দিয়ে তৈরি হয়, তাহলে
    তো সেই সেন্ট ব্যবহার করা নাজায়েয।
  • আর এ্যালকোহল যদি যব দিয়ে তৈরি হয় তাহলে
    ব্যবহার করা জায়েজ তবে এই ক্ষেত্রেও
    রয়েছে নির্দিষ্ট পরিমাণ।
  • তাই এ্যালকোহল যুক্ত কোন কিছু ব্যবহার না করাই ভালো।
    [রহীমিয়া ৬-২৭৭]

    সৌজন্য- TipsAdd.Com 🙂

3 thoughts on "সেন্ট বা সুগন্ধি বডি এসপ্রে ব্যবহার করা সম্পর্কে ইসলাম কী বলে বিস্তারিত জেনে নিন!"

  1. DH Sajib Contributor says:
    ator ki use kora jabe?
    1. MD Momen IslaM Contributor Post Creator says:
      Hmm
  2. Md Khalid Author says:
    নামাজী ব্যক্তিকে এই ধরণের সেন্ট ব্যবহার
    থেকে বিরত থাকা ভালো কারণ namaj na porle tar jonno kichu nisedh nai…. এ্যালকোহল যদি আঙ্গুর কিংবা খেজুর দিয়ে তৈরি হয়, তাহলে
    তাহলে kivabae jana jabe ki theke toiri ta tini ullekh koren ni. keno? jante chay desh bashi

Leave a Reply