একদিন নবী করিম (সা.) একটি
গাছের তলায় ঘুমাচ্ছিলেন। এমন সময় দাসুর
নামের একজন ডাকাত তাঁর পাশে এসে দাঁড়াল।
এরপর চিৎকার করে সে নবীজীকে (সা) ঘুম
থেকে জাগাল। মহানবী (সা) ঘুম ভাঙলে চোখ
খুলে দেখলেন, একটা উন্মুক্ত তরবারি। ভয়ানক
শত্রু দাসুর চিৎকার করে উঠলো, ‘এখন আপনাকে
কে রক্ষা করবে?’
মহানবী(সা)-

ধীর শান্ত কণ্ঠে বললেন, ‘আল্লাহ’। শত্রু দাসুর
মহানবী (সা) এর এই শান্ত গম্ভীর কণ্ঠের
আল্লাহ শব্দে কেঁপে উঠল। তার কম্পমান হাত
থেকে খসে পড়ল তরবারি।
মহানবী (সা) তার তরবারি তুলে নিয়ে বললেন,
‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর? সে
উত্তর দিল কেই নেই রক্ষা করার।’ মহানবী (সা)
বললেন, ‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’
এই বলে মহানবী (সা) তাঁকে তার তরবারি ফেরত
দিলেন এবং চলে যেতে বললেন।
বিস্মিত দাসুর তরবারি হাতে চলে যেতে
গিয়েও পারল না। ফিরে এসে মহানবীর হাতে
হাত রেখে পাঠ করলঃ ‘লা- ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

ধন্যবাদ সবাইকে।
ভুল হলে ক্ষমা করে দেবেন।

4 thoughts on "রাসুল ( সা .) কে খুন করতে এসে যেভাবে ইসলাম গ্রহন করেন এক ডাকাত , শুনুন সে কাহিনি"

  1. DJboy24 Contributor says:
    Offer Offer Offer Hosting Offer 1GB Host Only 6,00 BDT Sathe 9ads.Mobi Script Free Contac Now fb.me/bloggerboyrasel.bd
    1. flovet Contributor says:
      6,00 tk ??? ???
    2. Sheikh Shakur Contributor says:
      6tk? Kitha kon eida?
  2. ShouroV Contributor Post Creator says:
    agula comment koren kan

Leave a Reply