আসসালামুয়ালাইকুম!
অনেক দিনন পর লিখলাম!!

আমরা নামায পড়ি ,
নামায আমাদের প্রতি ফরজ।
নামাযের কিছু বিধি বিধান রয়েছে ।
আমরা অনেকে নামাযে দাড়িয়ে বিভিন্ন চিন্তাভাবনর মধ্যে ডুবে থাকি ।
আমরা যদি সুস্পষ্ট ভাবে পালন করতে চাই তবে অবশ্যই নামাযের সময় অন্য সব চিন্তা ভাবনা ভুলে বিধানমতে নামায পড়তে হবে।

আর এর জন্য প্রয়োজন নামাযে মনোযোগী হওয়া ।

আমরা নামাযের মধ্যে চিন্তা করতে থাকি অনেক খারাপ ভাবনা এবং কিছু চিন্তা।
এসবের কারনে নামায হয় না ।

তাই আরো একটি সলুশন হচ্ছে নামাযে সূরা পড়ার সাথে সাথে তার অর্থ বোঝা এবং অনুসরন করা । ★ আর ভাবতে থাকা,,,, আমি এই ইমামের পিছনে নামাজ পড়ছি,
আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন!

যদি আপনি এইটা করেন তবে অবশ্যই নামাযে দাড়িয়ে অন্য চিন্তা থেকে দূরে থাকতে পারবেন ।

পোস্ট টি কেমন লাগলো

23 thoughts on "জেনে নিন নামাযে দাড়িয়ে কিভাবে অন্য সব চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন"

  1. MD Mizan Author says:
    Hmm right vai…..
  2. akram09 Author says:
    ব্র পোস্ট ভালই কিন্তু আপনিযে বললেন অন্য চিন্তা করার কারনে আমাদের নামাজ হয় না।এইটা কিন্তু একদম ভুল বললেন,এই ব্যপারে হাদিসও আছে ছাইলে দিতে পারি।
    1. MD Sagor Ahmed Author Post Creator says:
      অন্য চিন্তা বলতে এখানে হাবি জাবি,, উল্টা পাল্টা চিন্তা ভাবনার কথা বোঝানো হয়েছে,,, Bro….!
  3. Dibbo Author says:
    এডমিন,এডিটর,মডারেটর ভাইয়ারা প্লিজ আমার পোস্ট গুলা রিভিউ করেন আমি সব নতুন পোস্ট করছি।।।।।”যেভাবে প্লে স্টোরে এপ আপ দিবেন” ভালো লাগলে আশা করি অথর বানাবেন ধন্যবাদ
  4. Hasibor Rahaman Contributor says:
    হাদীসে এইটা বলা ই আছে যে,কেউ ই পুরোপুরি ভাবে নামাজে বাহিরের চিন্তা থেকে মুক্ত থাকতেতে পারবে না।।যে কোন কিছু ভাবতে হবেই।সে যত বড় আলেম ই হাওক।সুতরাং, এতে নামাজ নষ্ট হববে না।।কিন্ত নামাকে মনোজগ দেওয়া উচিত
    1. TrickBD Contributor says:
      আরে ভাই চিন্তা করবে তবে সেটা আল্লাহকে নিয়ে। অন্য উল্টা পাল্টা জিনিস চিন্তা না করে।
    2. Hasibor Rahaman Contributor says:
      আল্লাহ কে চিন্তা কর উচিত।কিন্ত কেউ ই পুরো নামাজে পারবে না।।নামাজের মাঝে একবার না একবার মনে অন্য দিকে ঘুরে যাবেই।
    3. . Contributor says:
      ভাই আপনি তাবলীগে যান। আর না হলে এইসব নিয়ে বুঝবেন। আর আমি তাবলীকেও যায় কয়োকদিন পরপর। আপনি তাবলীগে যান এসব বুঝতে পারবেন।
      ধন্যবাদ।।।। আবারো বলছি তাবলীগে যান।
    4. Hasibor Rahaman Contributor says:
      thank you. পথ দেখানোর জন্য।তবে আমি তাবলীগ পছন্দ করি না।আমি এমন অনেক মানুষ দেখসি রেগুলার তাবলীগ এ যায়।মানে ২/৩ মাস পর পর তাবলীগ এ যায় তাবলীগ থেকে ফিরে ১০/১৫ নামাজ পরে আবার নামাজ ছেড়ে দেয়।আল্লাহর রহমতে আমি তাবলীগ এ না যাইয়া ই নামাজ পুরোপুরিভাবে ছাড়ি নাই।প্রতিদিন ই কম বেশি পরি।কিন্ত যারা তাবলীগ এ যায় তাদের তাবলীগ এর পাওয়ার যতদিন থাকে ততদিন নামাজ পরে।এর পর একবারে ছেড়ে দেয়।আমি জীবনেও তাবলীগ এ যাই নাই,যাওয়ার ইচ্ছা অ নাই।আল্লাহহ আমাকে যেনো সঠিক পথে রাখে দোয়া করি
    5. Hasibor Rahaman Contributor says:
      তাবলীগ এর নিয়য়ম কানুন আমার পছন্দ না।কুর-আন হাদীস বাদ দিয়া তারা ফাজায়েলে আমল পড়ে বেশি।ফাজায়েলে আমলকে তারা প্রাধান্য দেয়।আমি এইগুলা পছন্দ করিনা।আমি পড়লে পড়বো কুর-আন হাদীস পরে অন্য বই।প্রতি ওয়াক্ত নামাজ শেষে আমি ৫মিনিট কুর-আন পড়বো। আমার অনেক ফায়দা হবে।আমি তাবলীগ এর বিরুধিতা করছি না।কিন্ত আমি তাবলীগ কে সাপোর্ট অ দিচ্ছি না।।thank you
    6. . Contributor says:
      আপনি তাবলীগ নিয়ে উল্টা-পাল্টা কথা বলেছেন।আল্লাহহ আপনাকে দ্বিগুণ গুণাহ দিবে।
    7. Hasibor Rahaman Contributor says:
      যাহা বলেছি সঠিক ই বলেছি।কুর-আন হাদীস পরেন আল্লাহ খুশি হবে।রোজ কেয়ামত এর দিন এই কুর-আন আপনাকে মুক্তি দিতে পারবে।তাই ৫মিনিট কুর-আন পরেন নামাজ শেষে।আর জানার জন্য হাদীস পরেন বাকী সময়। ফাজায়েলে আমাল না।
    8. . Contributor says:
      <আপনি আর রিপ্লে দিয়েন না যত্তসব।
    9. . Contributor says:
    10. MD Sagor Ahmed Author Post Creator says:
      ফাযায়েলে আমল আলাদা কোনো বই না!! কুরআন- হাদীস থেকেই সংকলিত!!!!!
    11. Hasibor Rahaman Contributor says:
      হ্যা।। কিন্ত এইটাতে কুর-আন হাদীস যা আছে।তার থেকে ডাবল আছে হাদীস বাহির থেকে।।তাবলীগ এর কোন মাওলানা কি বলছে তা ই বেশি এই বইটিতে।।
  5. MARUF PARVEJ Contributor says:
    ধন্যবাদ, ভাই
  6. YASIR-YCS Author says:
    একবার এক হাদীস শুনেছিলাম এক নবীর কথা বলা হয়েছিল জিনি নামাযের সময় চিন্তা করত তার সামনে আল্লাহ রয়েছে ফলে তার মনোযোগ অন্য দিকে যেত না।
    1. MD Sagor Ahmed Author Post Creator says:
      এটাও ঠিক ভাই

Leave a Reply