ডা. জাকের নায়েক কেন
পাঞ্জাবি বা সুন্নতি পোশাক
পড়েন না- এক নারি এমন একটি
প্রশ্ন করলে বিষটি আলোচনায়
আসে। এরপর ‘ডা. জাকির নায়েক
এর উন্মুক্ত প্রশ্নোত্তরসমূহ’ নামের
ফেসবুক পেজ থেকে ওই
প্রশ্নকারীর প্রশ্নের প্রেক্ষিতে
জবাব দেয়া হয়েছে। ওই পেজে
দেয়া সেই উত্তরটি হুবুহু দেয়া
হলোঃ
উত্তর: বোন আপনি সঠিক বলেছেন,
ডা জাকির নায়েক
নিঃসন্দেহে একজন দীনের
দা’য়ী, একজন দা’য়ী ইলাল্লাহ।
ডা জাকির নায়েক সুন্নতি
পোশাক পড়েন না, এমন কথা
আমার জানা নেই। আমার জানা
মতে তিনি সুন্নতি পোশাক
পড়েন। আমার জানা মতে কুরআন
সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক
হোলঃ ক। সুন্দর ও পবিত্র-পরিচ্ছন্ন
পোশাক। খ। ছতর আবৃত করে এমন
পোশাক। গ। টাখনুর উপরে পরিহিত
পোশাক। ঘ। দাড়ি। ঙ। টুপি। চ।
নিষিদ্ধ নয় এমন পোশাক। যেমন-
রেশমি পোশাক, সোনা খচিত

পোশাক, নারির পোশাক।আমার
জানা মতে তিনি সুন্নতি
পোশাকের সবগুলো শর্ত পূরণ করেই
পোশাক পড়েন।
সুন্নতি পোশাকের শর্ত সমহঃ
শর্ত নং-১, পোষাকের প্রথম শর্ত,
পোষাক পুরুষের নাভি থেকে
হাটু পর্যন্ত ঢাকতে হবে। ( সুনানে
তিরমিজি, ৫/১১০)।
শর্ত নং-২, পোষাক পাতলা ও
আটোসাটো হবে না। ( হাইসামী,
মাযমাউয যাওয়াইদ, ৫/১৩৬, এই পৃঃ
দুটি হাদিস বর্ণিত হয়েছে,
মুসান্নাফে ইবনে আবি শাইবা,
৫/১৫৭, ইবনু সাদ, আত তাবাবাত,
৫/১৯১, ৩২৮) ।
শর্ত নং-৩, পুরুষরা মেয়েদর
পোষাক ও নারীরা পুরুষের
পোষাক পরতে পারবে না। ( অাবু
দাউদ, ৪/৬০, হাকিম, আল
মুসতাদরাক, ৪/২১৫, হাইসামী,
মাওয়ারিদুয যামআন, ৪/৪৫০,
বুখারি, ৫/ ২২০৭,তাবারানি, আল
মু ‘জামুল আউসাত,৪/২১২, মুসনাদে
আহমাদ, ২/৯৫৬)।
শর্ত নং ৪, পোষাক অহংকারী
হতে পারবে না। (আবু দাউদ, ৪/৪৩,
ইবনে মাজাহ, ২/১১৯২, ১১৯৩)।
পুরুষরা রেশমি পোষাক পরতে
পারবে না। ( নাসাঈ, ৮/১৬১,
বুখারি, ৫/২২০২, সহিহ মুসলিম,
৩/১৬৩৫, বুখারি, ১/৩০২, ৫/২১৯৪)।
শর্ত নং ৫, পোষাক টাকনুর নিচে
যাবে না। ( বুখারি, ৫/২১৮২, আবু
দাউদ, ৪/৫৯, বুখারি, ৩/১৩৪০, ইবনে
হিব্বান, ১২/২৬২, আবু দাউদ, ১/১৭২) ।
অনেকে আবার ডা, জজাকির
নায়েকের টাই পরাকে
খ্রীস্টানের ক্রুসের প্রতীক বা
পোশাক বলে থাকেন। এ বিষয়ে
সঠিক উত্তর হলোঃ . টাই
খ্রীষ্টানদের ক্রুসের প্রতীক হবে
কেন? টাই একটি পোশাক। এর
সাথে খ্রীষ্টানদের ক্রুসের কোন
সম্পর্ক নেই। পোশাক হিসেবে
প্যান্ট, শার্ট, টাই -এগুলোর সাথে
ইসলামের কোন বিরোধ নেই। এ
নিয়ে জ্ঞানী মুসলিমদের মধ্যে
কোন মতভেদও নেই। আর কেউ
মতভেদ করলেও এগুলো সুন্নতি
পোশাক হবার ক্ষেত্রে কোন
ব্যত্যয় ঘটবে না। মতভেদ আরও বড় বড়
বিষয় নিয়েও হয়।

সৈজন্যঃ Tunebd24.Com

6 thoughts on "ডা. জাকির নায়েক যে কারণে পাঞ্জাবি পড়েন না!"

  1. kawsersp Contributor says:
    টিউনারের নিকট আমার প্রশ্ন এটা কি ইসলামের পক্ষে না বি পক্ষে হয় তাহলে দয়া করে বলুন নিছফে সাক কাকে বলে?
  2. kawsersp Contributor says:
    টিউনারের নিকট আমার প্রশ্ন এটা কি ইসলামের পক্ষে না বি পক্ষে হয়? যদি পক্ষে হয় তাহলে দয়া করে বলুন নিছফে সাক কাকে বলে?
  3. Opodartho Contributor says:
    Lol bro lol. এগুলো সুন্নাতি পোশাকের বৈশিষ্ট না। এগুলো জায়েজ পোশাকের বৈশিষ্ট।

Leave a Reply