অষ্টম শ্রেণি শেষের জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার
জেডিসি পরীক্ষার রুটিন প্রস্তুত করা
হয়েছে। এ পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু
হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। শিক্ষা
মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এ সিদ্ধান্ত
হয়েছে। রুটিন অনুসারে ১ নভেম্বর বাংলা প্রথম
পত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৩

নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর
ইংরেজি দ্বিতীয় পত্র, ৭ নভেম্বর ধর্ম ও
নৈতিক শিক্ষা, ৮ নভেম্বর তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর
শরীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর
গণিত, ১৪ নভেম্বর কর্ম ও জীবনমুখী
শিক্ষা, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর
চারু ও কারুকলা এবং ১৭ নভেম্বর কৃষি/
গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

======================================
=====…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦=====
======================================

4 thoughts on "জেএসসি পরীক্ষার রুটিন ১ থেকে ১৭ নভেম্বর"

  1. TuhinBabu Contributor says:
    admin vaia amake aktu plz..tuner banan?
  2. Jahid Joy Contributor says:
    vai ami onekguala valo valo post koreci prai 20ta er moto plz amake tuner koredin

Leave a Reply