জে.এস.সি-২০১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাজেশন
গুরুত্বপূর্ণ পাঠগুলো স্টার(*) দিয়ে চিহ্নিত করে
দেওয়া হয়েছে।
(ক)
অধ্যায়ঃ ২ এর পাঠ- ১*, ৩*, ৬*, ৭*, ৮, ৯*, ১০, ১১*
অধ্যায়ঃ ৬ এর পাঠ- ৪, ৩* (মানব সম্পদ উন্নয়নে
করণীয় পর্যন্ত)
অধ্যায়ঃ ৭ এর পাঠ- ১, ৩*, ৪*, (৭ ও ৮)*
অধ্যায়ঃ ৮ এর পাঠ- (১ ও ২), ৩, (৪ ও ৫ এর খরা,
ভূমিকম্প ছাড়া )
অধ্যায়ঃ ১০ এর সবগুলো পাঠ
অধ্যায়ঃ ১১ এর পাঠ- ১, ২*, ৫*, ৬
অধ্যায়ঃ ১৩ এর পাঠ- ১, ২, ৩*, (৪ ও ৫)*
[বি.দ্র.- আশা করি, (ক) অংশ পড়লেই ৬ টি
সৃজনশীল কমন পরবে।]
(খ)
অধ্যায়ঃ ৪, ৯ এর সবগুলো পাঠ।
অধ্যায়ঃ ৩ এর পাঠ- ১, ৪
অধ্যায়ঃ ১ এর পাঠ- ১, ২, ৩, ৪*, ৫*, ৬*,৭*
অধ্যায়ঃ ৫ এর পাঠ- ১*, (২ ও ৩)*,
অধ্যায়ঃ ১২ এর পাঠ- ১*, ৩, ৪*, ৫
২০১৬ সালের ৮ম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্ব্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
১। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০০টি খ. ১৯৯টি
গ. ১৯৮টি ঘ. ১৯৬টি
২। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো—
ক. আসিয়ান খ. সার্ক
গ. ইইউ ঘ. আইএমএফ
৩। একটি রাষ্ট্রের জন্য অপর একটি রাষ্ট্রের সহযোগিতার দরকার পড়ে কেন?
ক. নিজেদের উন্নয়নের জন্য
খ. ব্যক্তিবিশেষের উন্নয়নের জন্য
গ. আমলাদের উন্নয়নের জন্য

ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য
৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. ওআইসি খ. আইএমএফ
গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
৫। গত শতাব্দীতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
৮। প্রথম মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত
৯। দ্বিতীয় মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত
খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত
ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত
১০। জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য
খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য
ঘ. আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য
১১। জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে
গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে
১২। হিরোশিমা শহরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়ায় খ. জাপানে
গ. চীনে ঘ. ভারতে
১৩। জাপানের নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট
গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৪। হিরোশিমায় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট
গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৫। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯১৯ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ. ১৯৪১
১৬। জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন—
ক. রুজভেল্ট খ. রুশো
joy
গ. হিটলার ঘ. কফি আনান
১৭। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
ক. ১৯১৮ সালে খ. ১৯৩৯ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৪৫ সালে
১৮। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের—
ক. ১২ অক্টোবর খ. ১৫ অক্টোবর
গ. ১৬ অক্টোবর ঘ. ২৪ অক্টোবর
১৯। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
২০। ফ্রাঙ্কলিন রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. আমেরিকা খ. ইতালি গ. রাশিয়া ঘ. ব্রিটেন
২১। নিচের কোনটি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য?
i. নিরাপত্তা নিশ্চিত করা joy
ii.অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা
iii. সবার মৌলিক অধিকার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
২২। জাতিসংঘের মোট অঙ্গসংগঠন রয়েছে—
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
১. ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. খ
আরো সাজেশন পেতে সবাই আমার ছোট ব্লগটি
ভিজিট করবেন সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায়।

5 thoughts on "জেএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০০% কমন প্রশ্ন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না!!!"

  1. Shadman Labib Author says:
    vai apni sure 100% common porbe??
  2. Shohagh Subscriber says:
    ধন্যবাদ।তবে এটা কোথা থেকে সংগ্রহ করেছেন জানতে পারি?
    1. Shaheen Uddoula Author says:
      ভাই আপনার fb ID তা দেন প্লিজ
    2. Shohagh Subscriber says:
      ওকে ভাইয়া fb.Com/mahmudulhasan.shohagh.332
  3. Md Ramim Contributor says:
    vai 100% to

Leave a Reply