Be a Trainer! Share your knowledge.
Home » Jsc Exam result » ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হলে কিভাবে করতে হবে নিয়ম দেখে নিন

ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হলে কিভাবে করতে হবে নিয়ম দেখে নিন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।এবছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৫.১৮ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৩.৬৫ শতাংশ।

শনিবার প্রকাশিত ফলে যারা অসন্তুষ্ট তাদের ফল পুনঃনিরীক্ষার সুযোগ রয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করতে হবে: শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এ আবেদন করা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন : ঢাকা বোর্ডের জন্য- RSC Dha ১২৩৪৫৬ ১০১ (এখানে ১২৩৪৫৬ রোল নম্বর ও ১০১ বিষয় কোড) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত হলে আবারও মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস Yes লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে স্পেস দিয়ে যোগাযোগের নম্বর (যেকোনো অপারেটর) লিখে আবার ১৬২২২ তে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য ১২৫ টাকা চার্জ ধরা হয়েছে।

একটি এসএমএস দিয়ে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। যেমন : RSC স্পেস দিয়ে Dha স্পেস Roll স্পেস ১০১, ১০২ লিখতে হবে। তবে যেসব বিষয়ের দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোড- বাংলার জন্য (১০১) ও ইংরেজির জন্য (১০৭) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হবে ২৫০ টাকা।

সৌজন্য Trickbn.com

6 years ago (Dec 30, 2017)

About Author (17)

Robiul Robin
author

Know for share at Trickbn.com

Trickbd Official Telegram

17 responses to “ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হলে কিভাবে করতে হবে নিয়ম দেখে নিন”

  1. Saykat Contributor says:

    কোন বিষয়ে লত পাইছে কেমনে দেখমু

  2. Md Gias Uddin Contributor says:

    আপনি মার্ক সিট দেখেন আর আপনার যদি মনে হয় আমি এই বিষয়ে আরো ভালো নাম্বার বা ফেল করলে যদি মনে হয় পাস করবো তাহলে উক্ত বিষয়ে ফল পুনঃনিরীক্ষা করতে পারেন যার চার্জ কাটা হবে

  3. Rakib10 Contributor says:

    tk কিভাবে pay করে?

  4. mdniarif Contributor says:

    vai apnr number ta den aktu

  5. Md Anan Contributor says:

    Vai Taka Kivabe Katbe??? I mean ora amr theke tk kivabe nibe??

  6. NO NAME Contributor says:

    পুনঃনীরিক্ষনের পর অার কোনো কিছু করতে হবে?

  7. iRajkel Author says:

    ব্রো খুব সুন্দর পোষ্ট

  8. mdniarif Contributor says:

    vai amr ta successful hoyce akta tracking number dice ki korbo akhon?

  9. iRajkel Author says:

    amaro diche bro ki korbo

  10. Mad Techer Contributor says:

    vai tracking number ki?

Leave a Reply

Switch To Desktop Version