১) কারো ভালো লাগুক বা না লাগুক,
এ কথা
অস্বীকারের কোনই উপায় নেই যে
প্রত্যেক নারীই
আর্থিকভাবে সচ্ছল কোন পুরুষকে
বিয়ে করতে চান।
নারীদের একটা বড় অংশই চান স্বামী
পুরুষটি হোক
ধনী। আর্থিকভাবে সচ্ছল কোন পুরুষ।
২) অধিকাংশ নারীই মনে মনে চান
যে বিয়ের পর তাঁর
নিজের সংসার হবে। শ্বশুর-শাশুড়িকে
নিয়ে থাকতে
নারাজ আজকালকার মেয়েরা। কিন্তু
এটা তাঁরা মুখে
স্বীকার করেন না মোটেও।শ্বশুর-
শাশুড়িকে নিয়ে
৩) বান্ধবীদের মাঝে সবচাইতে
সুন্দরী ও আকর্ষণীয়
হয়ে উঠতে চান সকল নারী। তবে হ্যাঁ,
অবশ্যই মনে
মনে । বান্ধবীদের মাঝে সবচাইতে
সুন্দরীঃ
৪) যতই মুখে বলুন “কালোতেই আলো”,
প্রকৃত
সত্য এটাই যে আমাদের সমাজের
অধিকাংশ নারীই
চান ফর্সা গায়ের রঙের অধিকারী

হতে।মুখে বলুন
কালোতেই আলো
৫) প্রায় সমস্ত নারীই মনে মনে এমন
স্বামী বা বয়
ফ্রেন্ড কামনা করেন, যাকে সকলের
সামনে গর্ব ভরে
পরিচয় করিয়ে দেয়া যায়। ৬) মুখে
যতই
বলুন যে ওজন
নিয়ে মাথা ঘামান না, কিন্তু স্লিম
ও সুন্দরের
ফিগারের অধিকারী হতে চান সকল
নারী। স্লিম ও
সুন্দরের ফিগার
৭) ঈর্ষা কাতর হবার প্রবণতা কিন্তু
নারীদের মাঝে
মারাত্মক বেশি। অন্য মেয়েদের
জীবনের অর্জন
দেখে মনে মনে সেটা চান প্রায় সকল
নারীই। ঈর্ষা
কাতর।
৮) কেউ বলেন, কেউ বলেন না।
আজকাল অনেক
নারীই সংসারকে গুরুত্ব দিতে চান
না। তবে মুখে মুখে
যাই বলুন না কেন একটি সুন্দর সংসার

সন্তানদের
স্বপ্ন সব নারী দেখেন। প্রকৃতি
নারীকে এভাবেই তৈরি
করেছে। নিজের প্রিন্স চার্মিং এর
স্বপ্ন সব নারী
দেখেন।
৯) পৃথিবীর প্রত্যেকটি নারী চান
পছন্দের পুরুষটি তাঁর
সব কথা শুনুক, তাঁকে ছাড়া কিছু
চিন্তা করতে না
পারুক।
১০) পুরুষেরা বয়স নিয়ে মাথা না
ঘামালেও প্রায়
প্রত্যেক নারী এটাই চান যে তাঁর
চেহায়ার বয়সের
ছাপ কখনো না পড়ুক।
১১) নিজের স্তন নারীর খুব
স্পর্শকাতর
জায়গা।
মুখে কিছু না বললেও প্রত্যেক নারীই
চান সুন্দর ও
আকর্ষণীয় স্তনযুগল।
আশা করি বুজতে পারছেন।একটা কমেন্ট
করে
আপনার মতামত জানালে খুশি
হতাম। Plz visit my trickrun.com website.

4 thoughts on "মেয়েদের যে ১১ টি গোপন ইচ্ছার কথা কাউকে জানতে দেয় না"

  1. Sk Hadi Contributor says:
    সব তো বুঝলাম but আপনি জানলেন কেমন করে।
  2. Meshkat Contributor Post Creator says:
    komu na
  3. sohelktsc04 Contributor says:
    কেন বলবেন না?
  4. Meshkat Contributor Post Creator says:
    sob bolle apni je jene jaben

Leave a Reply