ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)
২০১৬-এর ফাইনালে উঠে গেলো
সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার রাতে
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে
গুজরাট লায়ন্সকে চার উইকেটে হারিয়ে
ফাইনালে উঠেছে তারা। আসরের
ফাইনালে ২৯ তারিখ হায়দরাবাদ
মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরুর।

এর আগে প্রথম
কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে
ফাইনালে উঠে বিরাট কোহলি, এবি ডি
ভিলিয়ার্স ও ক্রিস গেইলের দল।
দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ
মাঠে নামে মুস্তাফিজকে ছাড়া।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে
পারেননি তিনি। অথচ আগের সবগুলো
মুস্তাফিজই ছিলেন দলের এক নম্বর
বোলার। তাকে ছাড়া খেলতে নেমে টস
জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন
ওয়ার্নার।

অ্যারন ফিঞ্চ ছাড়া হায়দরাবাদের
বিপক্ষে গুজরাটের কোনো ব্যাটসম্যানই
সুবিধা করতে পারেননি। ফিঞ্চ ৩২ বলে ৫০
সেঞ্চুরি করে বিদায় নেন। গুজরাটের
ব্যাটিং লাইনে প্রথম আঘাতটা হানেন
ট্রেন্ট বোল্ট। এই ম্যাচেই প্রথম খেলার
সুযোগ পেলেন তিনি। এতোদিন
মুস্তাফিজের কারণে দলে জায়গা পাননি
তিনি।

এ দিন ব্যর্থ হন গুজরাটের অধিনায়ক সুরেশ
রায়না। সব মিলিয়ে ১৬২ রান করে গুজরাট।
জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের

অসাধারণ ব্যাটিংয়ে জিতে যায়
হায়দরাবাদ। তিনি ছাড়া আর কোনো
ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।

এ দিন এক রানও করতে পারেননি শেখর
ধাওয়ান। সুবিধা করতে পারেননি যুবরাজ ও
দিপক হুদাও হেনরিক করেন মোটে ১১ রান।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৯৩ রান
করে চার বল বাকি থাকতেই দলকে
জিতিয়ে ফিরেন ডেভিড ওয়ার্নার।

6 thoughts on "গুজরাটকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ"

  1. akasdash Contributor says:
    ভাই আপনার ফেইচবুক আইডি লিনক টা দিবেন? প্লিয
    1. Ali Ahamed Author Post Creator says:
      fb.com/aliahamed01
  2. @ishan Subscriber says:
    জববর খেলা দেখাইছে”ওয়াঁনার
  3. N.A.Khan Contributor says:
    Avry think is fair&lovly

Leave a Reply