পরিবার মানেই বাবা, মা, ভাই, বোন সবাই এক সাথে
থাকা। যদিও আগে একান্নবর্তী পরিবার বেশি
চোখে পড়তো তবে এখনো বড় পরিবার
আছে। ছোট ছোট পরিবারগুলোতে
যেমন একে অন্যকে বুঝে থাকে তেমনি
বড় পরিবারগুলোতেও সবাই একে অন্যকে
সাহায্য করে হাসিমুখে। পরিবার এমন একটি বন্ধন
যা আপনাকে যেকোনো পরিস্থিতিতে ঘুরে
দাঁড়াতে সাহায্য করবে। এই পরিবারে যেমন
আছে ছোটরা তেমনই আছেন বড়রা। সব
সময় বড়দের কাঁধে ঝামেলা থাকলেও এর
বেশ কিছু সুবিধাও পেয়ে থাকে।

সবার মাঝে নেতৃত্ব দেওয়াঃ
আপনি যদি পরিবারের বড় হয়ে থাকেন তবে
দেখবেন ছোট থেকেই মা-বাবা বলবে বড়
ভাইয়া বা আপুর কথা শুনতে হয়। সেই থেকে
আপনার ভেতরেও একটা নেতৃত্ব ভাব চলে

আসবে। ছোটরা আপনাকে বলে বলে সব
কাজ করবে। তবে এই ক্ষেত্রে আপনাকে
হতে হবে একজন সফল ব্যক্তিত্ব। যাতে
ছোটরা আপনার কেবল নেতা বা বড় নয়
তাদের অনুসারী মনে করে।

একই জামা না পরাঃ
এই ব্যাপারটি খুব মজার। আপনি খেয়াল করে
দেখবেন আপনি যদি পরিবারের বড় সন্তান
হোন আপনার জন্য যেমন রাশি রাশি উপহার
আসবে তেমনই আপনার জন্য কেনা হবে
প্রচুর নতুন জামা। যা আপনার অনুজ অর্থাৎ আপনার
ছোট ভাই অথবা বোন পরবর্তীতে
পেয়ে থাকবে। আপনার জন্য যে হারে নতুন
জামা জুতা কেনা হবে তার অর্ধেক তারা পেয়ে
থাকবে। আর এই দিক থেকে আপনি সত্যিই
ভাগ্যবান বা ভাগ্যবতী।

নিজের জন্য রুমঃ
হোক তা পড়ার রুম কিংবা বেড রুম আপনি যখন বড়
তখন তা কেবলই আপনার দখলে। নিজের
রুমে আপনি নিজে রাজা। যা ইচ্ছা করতে
পারেন। যা ছোটরা পায়না। তাদের হয়তো
ভাগাভাগি করতে হয় আরেক ভাই অথবা

বোনের সাথে নিজের শোবার ঘর।

ছবিঃ
প্রথম সন্তানের বেলায় মা বাবার আকুলতা, ইচ্ছা,
ভালোবাসা, আকাঙ্ক্ষা বেশি থাকে। তাকে
নিয়ে ঘুরতে যাওয়ার সময়ের ছবি, খেলার
সময়ের, জন্মদিনের কিংবা প্রতিদিনের তোলা
ছবিতে এ্যালবাম থাকে ভর্তি। যা ছোটদের
সাথে হয়না। বড়জোর তাদের জন্মদিনের
তোলা ছবিগুলোই পড়ে থাকে এ্যালবামের
এক কোণায়।

আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

10 thoughts on "পরিবারের বড় সন্তান হওয়ার যে সব সুবিধা।"

  1. MD SHAWON Author says:
    কোন অনুস্ঠানে সব খরচ বড় ছেলের দেয়া সেটা ও কি সুবিধা?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      সুবিধার পাশাপাশি অসুবিধাটাও থাকবে…. 😛
    2. AMBITIOUS Contributor says:
      hmm vai thik but amar kono little bro/sis nai…Tai….
  2. bappakhan Contributor says:
    কথা একদম ঠিক, আমি পরিবারে সবার ছোট সুবিধার চেয়ে অসবিধায় পড়চি বেশি। বড়রা সবাই লুটি পুটি খাইচে….
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      So….sad
  3. shahin Ekbal Contributor says:
    বড় তাই সবার আগে পরা লেখা ছারতে হলো
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      দুঃখজনক
  4. abuzafor669 Contributor says:
    বড় সন্তান
  5. akeb.hasan.5 Contributor says:
    বড় সন্তান।

Leave a Reply