শীত একেবারে দড়জায় কড়া নাড়ছে। ত্বকের আর্দ্রতা ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শীতে সবাই ত্বকের বাড়তি যত্ন নিয়ে থাকেন। এ সময় অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। পা ফাটলে পায়ের গোড়ালিতে ব্যাপক যন্ত্রণা হতে থাকে। পায়ের গোড়ালি ফেটে গেলে তা সারাতে ঘরোয়া কিছু সমাধান নিজেই করতে পারেন। কীভাবে সারাবেন তা নিচে দেওয়া হলঃ

গ্লিসারিন ও গোলাপজল: গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যাথা কমবে।

তিলের তেল: পা ফাটা সমস্যা সমাধানে তিলের তেল ব্যাপক কার্যকর। পায়ে তিলের তেল মাখলে পা ফাটা বন্ধ হয়।

মোমবাতির মোম: মোমবাতির মোমের সঙ্গে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা সেরে যাবে।

ভ্যাসলিন ও লেবুর রস: ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা ফাটা স্থানে মালিশ করুন। এতে ওই মিশ্রণ সেখানে শোষণ হয় বলে পা ফাটা দ্রুত সেরে যায়।

মধু-পানি: এক কাপ মধু আধা বালতি গরম পানিতে মিশিয়ে এতে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে।

2 thoughts on "শীতে পা ফাটা রোধে করনীয়"

  1. Owakil Hossain Contributor says:
    আপনিক সব জানতা শমশের নাকি ? 😀
  2. Net Master Contributor says:
    কপি পোস্ট থেকে বিরত থাকুন ।

    – ধন্যবাদ ! !

Leave a Reply