Be a Trainer! Share your knowledge.
Home » LifeStyle » চোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন

চোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন


Hi Friends… সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন । আমি ভালো আছি । আজ আমি আপনাদের দেখাব কি ভাবে চোখের নিচে কালো দাগ দূর করতে হয়। অতিরিক্ত মানসিক চাপ বা রাত জাগার কারণে চোখের তলায় কালি বা ডার্ক সার্কল ভোগায় অনেককেই। তবে ঘরোয়া কিছু উপায়ে নির্মূল করা যেতে পারে এই দাগ। জেনে নিন কীভাবে-

* ডার্ক সার্কল দূর করতে টমেটো খুব ভাল কাজ দেয়। এক চামচ টমেটোর রসের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। ১০ মিনিট পরে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এই মিশ্রণে কিছু পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন।

* সামান্য কাঁচা আলু চটকে রস বের করে নিন। সেই রস তুলাতে লাগিয়ে চোখের ওপরে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

* ঠান্ডা টি ব্যাগ চোখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।

* ঠান্ডা দুধের সাহায্যেও ডার্ক সার্কল দূর করতে পারেন। তুলায় ঠান্ডা দুধ চোখের চারপাশে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

*একইভাবে লেবুর রসও চোখের আশপাশে লাগাতে পারেন। তবে সাবধান, চোখে যেন রস না চলে যায়।

7 years ago (Jan 30, 2017)

About Author (7)

Joy
author

জীবনে কোনো কিছু পাওয়ার জন্য তার পিছনে লেগে থাক, সাফল্য অবশেষে আসবেই।

Trickbd Official Telegram

5 responses to “চোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন”

  1. Iftekhar01 Author says:

    vai trainer kmne hobo?? pls help

Leave a Reply

Switch To Desktop Version