বাংলাদেশি ক্রিকেটাররা আগামী ১৬ সেপ্টেম্বর
দাক্ষণ আফ্রিকার সাথে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও
২টি টি-টোয়েন্টি খেলার লক্ষে ঢাকাছাড়বে। তবে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার তিন ফরম্যাট
থেকে বাংলাদেশের তিন অধিনায়ক থাকবেন।
মুশফিকুর রহিম নেতৃত্ব দিবেন টেস্টে, ওয়ানডে তে
মাশরাফি বিন মুর্তাজা। অপরদিকে বিশ্বসেরা
অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে
নেতৃত্ব দিবেন।বাংলাদেশে ক্রিকেট বোর্ড
(বিসিবি) ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু
ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষনা করেছেন।

দলে মাহমুদ উল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও
শুভাশিস রায় ফিরছেন। তবে নাসির হোসেন দক্ষিণ
আফ্রিকার সিরিজ থেকে বাদ পড়েছেন।বাংলাদেশ
সময় দুপুর ২.০০ টা থেকে টেস্ট সিরিজের ম্যাচ শুরু
হবে। তবে সাকিব আল হাসান প্রথম টেস্টে মাঠে
থাকছেন না। বিসিবি-র ক্রিকেট
পরিচালনাবিভাগের প্রধান আকরাম খান এমনটা
নিশি। চত করেছেন। আকরাম খান জানান, সাকিব
দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ও দ্বিতীয় টেস্ট
খেলবেন না। সাকিবের বিশ্রামের জন্যই এ
সিদ্ধান্ত। কিন্তু সাকিব যদি চায় তাহলে দ্বিতীয়
টেস্টে সে খেলতে পারবেন।দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে যাদের জায়গা
হয়েছে তারা হলেন, তামিম ইকবাল, সৌম্য সরকার,
ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম,সাব্বির
রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদি হাসান
মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,
শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন
এবং শুভাশিস রায় চৌধুরী।
ভালো ভালো নাটক মুভি পেতে ভিজিট করুন JUWELBD.COM

4 thoughts on "দক্ষিণ আফ্রিকার সফরে থাকছেন বাংলাদেশের তিন অধিনায়ক"

    1. Juwel Rana Contributor Post Creator says:
      এই পুস্ঠ কুথাই দেখাতে পারবেন
    2. jhonny D_Junior? Contributor says:
      pagol a koy ki bcb ki toemar kanay ae shay bolay gese huh

Leave a Reply