আমার সালাম নিবেন।
আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি যে ট্রিক শেয়ার করব তা হল কিভাবে আপনি আপনার save থাকা contact নাম্বার মেমরি তে সংরক্ষন করবেন।

১.–আপনি আপনার ডিভাইস থেকে Contact or People নামের apps এ প্রবেশ করেন→

২.–এবার আপনি (:|) ফোনের নিচে ডান পাশে দেখেন →

এই চিহ্ন আছে।
এখানে যান।।।।।
৩.–এবার Share visible contacts এ প্রবেশ করেন→

৪.–আপনার প্রয়োজনীয় Number সিলেক্ট করেন→

৫.–OK বাটন চাপুন→

৬.–SD card or আপনি যেখানে আপনার নাম্বার রাখতে চান সেটা সিলেক্ট করে OK চাপুন

৭.–আপনার SD card এ শেয়ার করলে সেখানে →

এমন একটা ফাইল তৈরি হবে←←↑↑

নাম্বার প্রয়োজনের সময় উক্ত ফাইল এ ক্লিক করে Contact or People Press করলেই সব নাম্বার দেখতে পারবেন।

ভাল লাগলে জানাবেন

খোদা হাফেজ

2 thoughts on "সিম কার্ড এ সেভ থাকা নাম্বার মেমরি কার্ড এ সেভ করেন খুব সহজ পদ্ধতিতে এবং যে কোন প্রয়োজনে ব্যবহার করেন। (HLSZM)"

  1. gsm sohan Author Post Creator says:
    কোন প্রকারের সমস্যা হলে আমাকে কমেন্ড করতে পারেন
  2. gsm sohan Author Post Creator says:
    Ami sob somoy aci apnader sebay

Leave a Reply