ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার ডটকমের পাশাপাশি আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আর্টিকেল লিখে ভালো আয় করা যায়। জনপ্রিয় এই মার্কেটপ্লেস ছাড়াও আরও কিছু মার্কেটপ্লেস রয়েছে সেগুলো আর্টিকেল লিখে ভালো আয় করা যায়। এই রকম না জানি তিনটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরা হলো।

স্কুইডু (Squidoo.com)

পেইজ ও আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। বিভিন্ন ধরণের আর্টিকেল লিখে এই ওয়েবসাইট থেকে আয় করা যায়। এটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মও রয়েছে, যার মাধ্যমে কনটেন্টগুলো লাখ লাখ মানুষের কাছে শেয়ার করা যায়। যখনই কোনো ব্যবহারকারীর লেখা জনপ্রিয় হতে শুরু করবে তখনই আয় শুরু হবে

ই-কপিরাইটার্স (ecopywriters.com)

অনলাইনে লেখালেখি করে আয় করার আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হলো ই-কপিরাইটার্স। মূলত যারা কনটেন্ট রাইটিংয়ে দক্ষ তাদের জন্যই এই ওয়েবসাইটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বেশি পে করে থাকে।

ট্রিওন্ড (triond.com)

কনটেন্ট লিখে আয় করার সবচেয়ে পুরাতন ও সুপরিচিত ওয়েবসাইট হলো ট্রিওন্ড। ভালোমানেন কনটেন্ট হলে এই ওয়েবসাইটে দ্রুত সেটি প্রকাশ করা হয়। এটিও জনপ্রিয়তার ভিত্তিকে লেখককে পে করে থাকে।

এছাড়া লেখালেখির কাজটা একটি শিল্পিক কাজ। অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। তাই হয়ত অনেক টপিক ভুলে যেতে পারেন লেখালেখি করতে গিয়ে।তবে ভালোভাবে ও সহজে কাজ করতে চাইলে দক্ষতার পাশাপাশি টুলসের ব্যবহার জানাও জরুরী। টুলস একদিকে যেমন বিভিন্ন তথ্যের উৎস, তেমনিভাবে কাজের ক্ষেত্রে অনেক সহায়ক। আর্টিকেল রাইটার কিংবা ফ্রিল্যান্স রাইটারদের জন্য সহায়ক এমনই অনেক টুলস রয়েছে। যেমন: রাইটিং ডটকম, গুগল ক্যালেন্ডার, এভারনোট ইত্যাদি।

12 thoughts on "Online earning – আর্টিকেল লিখে আয়"

  1. Shafiq Jr Author says:
    nice…….post
  2. MD Firoj Contributor says:
    valo post..jihad vai
  3. MD Firoj Contributor says:
    vaiyara.bolte parben author hoite ke help korbe…plz bolun.40ti post korechi
  4. Prince Author says:
    apni jotoi valo post koren lav nai.. credit chara tuner hote parben na..
    1. Md Khalid Author says:
      explain kore den
  5. Md Khalid Author says:
    thank u ,dekhi try kore
  6. Djtawki Contributor says:
    Kisher income toi ar tor bap mila kor
    1. MD JIHAD KHAN Author Post Creator says:
      ব্যাবহারে বংশের পরিচয়। আর কিছু বলতে হবে না আশা করি। ধন্যবাদ
  7. Talukder Shadin Contributor says:
    প্লিজ আমাকে হেল্প করুন?
    ফেক কলেজ কার্ড বানানোর Apps লিঙ্ক দেন।
    ভাই আমি অনেক খোজাখুজি করছি কিন্তু পাইনি।
  8. Shabuuru OS Contributor says:
    এটা কি android এর জন্য ?
  9. bappi banik Author says:
    এটা কি বাংলায় content এ ও লিখলে হবে।

Leave a Reply